শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনাফা বেড়েছে পূবালী ও মার্কেন্টাইল ব্যাংকের 

মাসুদ মিয়া: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৮ সালেরে এপ্রিল-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের পূবালী ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়ে হয়েছে প্রায় তিনগুণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৯৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ব্যাংকটির মুনাফা বেড়েছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ২ পয়সা।

মুনাফা বাড়ালেও কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৮ পয়সা, যা ২০১৭ সাল ৩০ জুন শেষে ছিল ২৬ টাকা ৫১ পয়সা। এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৯৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৫০ পয়সা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৮ সালেরে এপ্রিল-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ব্যাংকটির মুনাফা বেড়েছে। জানুয়ারি-জুন

সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩০ পয়সা, যা ২০১৭ সাল ৩০ জুন শেষে ছিল ২১ টাকা ১৮ পয়সা।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ৬ টাকা ২০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৩০ পয়সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়