শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ করেই সালাহদের ড্রেসিংরুমে জেমস বন্ড

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সমর্থনে গলা ফাটাতে দেখা গেল জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে। ড্যানিয়েল লিভারপুল সমর্থক নতুন কথা নয়। অতীতেও ইংলিশ প্রিমিয়ার লিগে রেডসদের সমর্থন করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এবার গলা ফাটানোর পাশাপাশি সরাসরি গিয়ে উপস্থিত হয়েছেন মোহাম্মদ সালাহদের ড্রেসিংরুমে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লিভারপুলের তারকাদের সঙ্গে ছবি তোলেন ০০৭ খ্যাত ক্রেগ। লিভারপুলের ড্রেসিংরুমে পৌঁছে গিয়ে সাদিও মানে, মোহম্মাদ সালাহ, ফ্যাবিনহোদের সঙ্গে ছবি তুলেছেন ড্যানিয়েল।

গত বুধবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল কাপে ম্যানচেস্টার সিটিকে ২-১ হারিয়েছে লিভারপুল। ৯৪ মিনিটে সাদিও মানের পেনাল্টিতে পাওয়া গোলে ম্যাচ জেতে রেডসরা। লিভারপুলের হয়ে ৬৩ মিনিটে প্রথম গোলটি করেন সালাহ। লিভারপুলের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নেমেছিলেন মিশরীয় এই স্ট্রাইকার। সেই ম্যাচে রামোসের কড়া ট্যাকেলে কাঁধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন মিশরীয় মেসি।

রাশিয়া বিশ্বকাপে মিশরের হয়ে দুই ম্যাচ খেলেছিলেন সালাহ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে দুটি গোল করেন তিনি। বিশ্বকাপে অবশ্য গ্রুপের তিন ম্যাচ হেরে বিদায় নেই মিশর। ইন্টারন্যাশানাল কাপে শেষ ম্যচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-৩ হারের পর জয়ের ছন্দে ফিরে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার খাতা খুলল রেডসরা। আগামী ২৯ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল। ইএসপিএনএফসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়