শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো পানিবন্দি চট্টগ্রাম নগরী

শোভন দত্ত : ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে ৫ দিন ধরে পানিবন্দি নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকা। এর মধ্যে চান্দগাঁও আবাসিক, মৌলভী পুকুর পাড়, খলিফা পাড়া, শমসের পাড়া, ফরিদা পাড়াসহ চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় কোমর সমান পানিতেবন্দি লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

বেশ ক’দিন ধরে বৃষ্টি ও জোয়ারের পানিতে ১৩ বর্গ কিলোমিটারের চান্দগাঁও ওয়ার্ডের নিচু এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে দুর্ভোগ চরম পর্যায়ে ঠেকেছে। স্থানীয়রা বলছেন, খাল ও ড্রেন পরিষ্কার না করায় গতবছরের চেয়ে এবার চান্দগাঁও এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে।

নগরের মৌলভী পুকুরপাড়, ফরিদার পাড়া, চান্দগাঁও আবাসিকসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বৃষ্টি কমলেও এখনো কোথাও হাঁটু কোথাও কোমর সমান পানিতে বন্দি স্থানীয়রা।

ধরমৌলভী পুকুরপাড় এলাকার জাকারিয়া চৌধুরী নামে এক ব্যবসায়ী বলেন, আমরা গত ৫ দিন ধরে পানিবন্দি। এলাকার অলিগলিতে হাঁটু সমান পানি জমে আছে। বৃষ্টি আর জোয়ারের কারণে এলাকার নিচু বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। কোনভাবেই পানি নামছে না। এতে সীমাহীন কষ্টে আছি। জলাবদ্ধতা এবার খুব কষ্টে ফেলে দিয়েছে। ঘরের জিনিসপত্র সব নষ্ট গেছে।

জলাবদ্ধতার কারণে একই দুর্ভোগের চিত্র তুলে ধরে মো. মহিউদ্দিন মিয়া নামে আরেক জানান, এলাকার ড্রেনগুলো সব ভরাট আছে। পরিষ্কার করা হচ্ছে না দীর্ঘদিন। তাই পানি নামতে পারছে না। ক’দিন ধরে হাঁটু কোমর সমান পানিবন্দি আছি। দেখার যেন কেউ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে আয়েশা আকতার নামে এক গৃহিনী বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিতে আমাদের পুরো চান্দগাঁও এলাকা পানিবন্দি। এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ কারণে পরিবারের সবাই অসুস্থ হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন এ গৃহিনী।

ধরজলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু বলেন, জলাবদ্ধতার কারণে দুর্ভোগের কথা কি বলবো। যখন সিটি করপোরেশনের দায়িত্ব ছিলো তখন চান্দগাঁওয়ে এরূপ পানি উঠেনি। খলিফাপাড়া, ফরিদারপাড়া, মৌলভী পুকুরপাড়, চান্দগাঁও আবাসিক, পাঠানিয়া গোদাসহ বিভিন্ন এলাকা গত ৫ দিন ধরে পানিবন্দি। পানি নামতেই পারছে না।’

সিডিএ’কে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব দেওয়ায় লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে মন্তব্য করে চান্দগাঁও ওয়ার্ডের এ কাউন্সিলর বলেন, গত সোমবার পাটানিয়া গোদা এলাকার হামিদিয়া স্কুলে উঠান বৈঠক করে গেছেন সিডিএ চেয়ারম্যান। ওই দিন রাতেই ওই এলাকায় বৃষ্টি আর জোয়ারের পানিতে হাঁটু কোমর সমান পানি উঠে। এতে স্থানীয়দের দুর্ভোগে শেষ নেই। এমনকি জলাবদ্ধতা প্রকল্পের অধীনে কিছুদিন আগে ডোমখালের কিছু অংশ পরিষ্কার করেছিলো। এসময় খালপাড় ও রিটার্নিং ওয়াল ভেঙে দিয়ে গেছে। এর ফলে ভেঙ্গে যাওয়া খালপাড় জোয়ারের পানি ঢুকছে। এর দায়ভার কে নেবে?

জলাবদ্ধতার কারণে চান্দগাঁওয়ের প্রায় ৫ লাখ বাসিন্দা এখন দুঃশ্চিন্তায় রয়েছে বলেও জানান এ জনপ্রতিনিধি।

এদিকে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগে ভারী অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী তিন চারদিন সারাদেশেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়