শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে : রাজনাথ শিং

সাইদুর রহমান : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে দেশটির সাথে আলোচনা করছে ভারত বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে দেশটির কেন্দ্রীয় সরকার।

রাজ্য সভায় প্রশ্নোত্তর পর্বে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। যদি প্রয়োজন হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে। এছাড়া ৩০ জুলাই আসামে ৫২ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে।

রাজনাথ সিং জানান, অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত ও তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গারা ভবিষ্যতে যাতে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারে এমন কোনও কাগজপত্র সংগ্রহ করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজনাথ জানান, জুলাই মাসে ঢাকা সফরের সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, ভারত সরকার দেশটিতে বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে চায়। কিন্তু দেশটির সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন থাকার কারণে তাতে বিলম্ব হচ্ছে। আদালতকে কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। সূত্র : দ্য টেলিগ্রাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়