শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনবল সংকটে হাতিরঝিল থানা, ২১ দিনে ২৮ মামলা

সুশান্ত সাহা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবগঠিত হাতিরঝিল থানা শুরুতেই জনবল সংকটে পড়েছে। ফলে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছে থানার কর্মকতারা। এ ছাড়া একটি ফ্লোরে কোনোরকমে থানার কার্যক্রম চালানোয় অনেক কিছুতেই ঘাটতি দেখা দিয়েছে। তবে জনসেবা দিতে থানার অফিসাররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। থানার কার্যক্রম শুরু পর থেকে গত ২১ দিনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মাদকের মামলাই ২৫টি।

থানা সুত্রে জানা যায়, বর্তমানে তিনজন ইন্সপেক্টর, ১২জন এসআই, এএসআই ২২ এবং কনস্টেবল ৪৫ জন রয়েছে । এছাড়াও যানবাহন হিসেবে নতুন পুরাতন মিলিয়ে ৭টি পিকআপ রয়েছে। কয়েক জন পুলিশ দিয়ে এই বিশাল জনগোষ্টির নিরাপত্তা দেয়া কঠিন, এজন্য চাহিদা অনুযায়ী জনবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাতিরঝিল থানার সীমানা- উত্তরে সার্ক ফোয়ারা ক্রসিং, সোনারগাঁও হোটেল পাš’পথ হয়ে টংগী ডাইভারসন রোড সংযোগস্থল হয়ে হাতিরঝিল লিংক রোডের উত্তর পাশ ঘেঁষিয়া ফুটপাতসহ আড়ং হয়ে নিকেতন ব্রীজ হয়ে ডানে মোড় হয়ে পুলিশ প্লাজা কনকর্ডের পশ্চিম ও দক্ষিণ পার্শ্বের ফুটপাত হয়ে গুলশান ব্রীজ হয়ে ডিআইটি রোড পর্যন্ত।পশ্চিমেঃ সার্ক ফোয়ারা ক্রসিং হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত রাস্তার মিড আইল্যান্ড দিয়ে রাস্তার পূর্ব দিকের অংশ। দক্ষিণেঃ বাংলামোটর ক্রসিং হয়ে ইস্কাটন রোড হয়ে মগবাজার ক্রসিং হয়ে ওয়্যারলেস ক্রসিং হয়ে বামে মোড় হয়ে ওয়্যারলেস রেলক্রসিং হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে উত্তর দিকের অংশ। পূর্বেঃ মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ডিআইটি রোড হয়ে রামপুরা ব্রীজ হয়ে বাড্ডা হাতিরঝিল লিংক রোড ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে পশ্চিম অংশ। হাতিরঝিল থানাটি ৩৫৮/২ মধুবাগ, মগবাজার। হাতিরঝিল থেকে মধুবাগ সংলগ্ন রাস্তায় যেয়ে হাতের ডান দিকে এগিয়ে গেলে দেখা মিলবে নবনির্মিত হাতিরঝিল থানা ভবনটি।

এদিকে হাতিরঝিল ঢাকা শহরের মধ্যে বিস্ময়কর সৌন্দর্যমণ্ডিত স্থান। প্রকল্পটি হওয়ার পর এ অঞ্চলের আকর্ষণ ও মানুষের সমাগম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া এলাকার নিয়মিত বাসিন্দা ছাড়াও অগণিত মানুষ প্রতিদিন ভ্রমণে আসেন। ছুটির দিন কিংবা পালা-পর্বণে মানুষের ঢল নামে। এখানের জনসাধারণের নিরাপত্তা দিতেই হাতিরঝিল থানা গঠন করা হয় ।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, অরাধ দমনে কর্মরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের রাত-দিন দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে থানাটি উদ্বোধনের পর থেকে ২৮টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে মাদক মামলা ২৫ টি, নারী নির্যাতন২ টা, চুরি ১টা। তিনি আরো জানান, এখন পর্যন্ত এ থানায় ওয়ারেন্ট আসে নাই।

উল্লেখ্য, গত ৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বিকেলে আনুষ্ঠানিকভাবে হাতিরঝিল থানার কার্যক্রম উদ্বোধন করেন। গত বছরের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। ওই প্রস্তাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়