Skip to main content

বিএনপির দেশপ্রীতি আছে, বিদেশপ্রীতি নেই

গয়েশ্বর চন্দ্র রায়: জাতীয় সংসদ নির্বাচন এলেই বিএনপির ভারতপ্রীতি বেড়ে যায়Ñ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্য বা অভিযোগ সঠিক নয়। এমন অভিযোগ করার কোনো সুযোগও নেই। ভারতের সঙ্গে বর্তমান সরকারের ভালো সম্পর্ক। তাই তাদের সঙ্গে কেউ কথা বললে সেটা পছন্দ করে না তারা। আওয়ামী লীগ এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। এমনটিও বলা যায় যে, তারা ভারতের সঙ্গে অন্য কারও বন্ধুত্বকে মেনে নিতে পারে না। ভারতপ্রীতি তো আওয়ামী লীগের, ভারত তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদকদের বন্ধু। তারা যতই বলুক যে ভারত বিএনপির বন্ধু, তা কেউ বিশ্বাস করবে না। কেননা, এদেশের মানুষ জানে যে কারা কার বন্ধু। বিএনপির দেশপ্রীতি আছে, বিদেশপ্রীতি নেই।পরিচিতি : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি/মতামত গ্রহণ : মো.এনামুল হক এনা/সম্পাদনা :তাওসিফ মাইমুন

অন্যান্য সংবাদ