শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারে এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা করে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও হত্যার পর ওই চালকের মৃতদেহটি গুম করার জন্য হাত-পা বেঁধে গভির জঙ্গলে ফেলে দেয়। বৃহস্পতিবার সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের ভিতর থেকে ওই অটোচালকের মৃতদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত অটোচালকের নাম আব্দুল্লাহ আলম মামুন (১৫)। সে দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার শালিকাদাহ গ্রামের তাকাববর হোসেনের ছেলে। নিহত মামুন সাভার সদর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের আসলাম মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো জীবিকার তাগিদে অটোরিকসা নিয়ে বের হয় মামুন। সারাদিন অটো চালিয়ে রাতে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী তার গতি রোধ করে। এসময় অটোরিক্সাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মামুন বাঁধা দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা পলিথিন দিয়ে তার হাত-মুখ বেঁধে পার্শবর্তী একটি জঙ্গলের ভিতরে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোন এবং অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জঙ্গলের ভিতর অটোচালক মামুনের মৃতদেহটি দেখতে পায়। পরে বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়