শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মঞ্চে মুক্তিযুদ্ধের নাটক ‘সময়ের প্রয়োজনে’

রাজু আনোয়ার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় মঞ্চত্ব হবে জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘সময়ের প্রয়োজনে’। নাট্যজন মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় এটি মঞ্চে আনেন নাটকের দল ‘থিয়েটার আর্ট ইউনিট’।

মঞ্চে নাটকটির শুরু হয় রবি ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানের কোরিওগ্রাফির মধ্য দিয়ে । এরপর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চট্রগ্রাম থেকে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা। শুরু হয় স্বাধীনতার জন্য বাঙালীর লড়াই। মামুন নামের এক কিশোর মুক্তিযোদ্ধা যুদ্ধ ক্যাম্পের সেই হাসি-কান্নার সময়কে টুকে রাখেন নিজের ডায়েরিতে। ডায়েরির বর্ণনা এবং পৃষ্ঠা থেকে একে একে চরিত্রগুলো জীবন্ত হয়ে যুদ্ধকালীন ঘটনা তুলে ধরেন দর্শকের সামনে। মুক্তিযোদ্ধা মামুন যুদ্ধকালীনই পাকিস্থানিদের হাতে ধরা পড়ে। ডায়েরির গল্পও সেখানেই শেষ হয়। কিন্তু তখনো চলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের সময় ক্যাম্পে থাকা মামুন নামের এক তরুণ মুক্তিযোদ্ধার ডায়েরি এ নাটকের মূল উপজীব্য।

স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে সেরা কয়েকটি নাটকের মধ্যে অন্যতম ‘সময়ের প্রয়োজনে’ । নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, সাথী রঞ্জন দে, সাইফ সুমন, সাথী রঞ্জন দে, প্রশান্ত হালদার, ফৌজিয়া করিম, মাহফুজ, মেহমুদ, জায়েদ প্রমুখ।

এ প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ বারী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের আনন্দ-বেদনার মধ্য দিয়ে ইতিহাসের সোনালী সময় উঠে এসেছে এতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়