শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেসিকে আর্থিক কারণেই প্রয়োজন আর্জেন্টিনার’

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লডিও তাপিয়া বলেছেন, লিওনেল মেসিকে অবশ্যই জাতীয় দলের জন্য খেলতে হবে কারণ তার উপস্থিতি আর্থিকভাবে লাভজনক।

বিশ্বকাপ বিপর্যয়ের পর এখনো নিজের ভবিষ্যত পরিষ্কার করেননি মেসি। কিন্তু বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, ‘এবার না হলে কখনোই’ না।

রেডিও মিত্রিকে দেয়া এক সাক্ষাতকারে এএফএ সভাপতি বলেছেন, ‘আবেগের বিচারে এই আঘাত তার জন্য খুব কঠিন হতে পারে, কিন্তু আর্জেন্টিনার তাকে প্রয়োজন। আর্থিক দৃষ্টিকোণ থেকে মেসি এএফএ’র জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘আমি মনে করি, মেসি খেলা চালিয়ে যাবেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দলকে অনেক ভালোবাসেন। তার উপর আমাদের অনেক আস্থাও রয়েছে,’-যোগ করেন তাপিয়া।

গত সপ্তাহেই মেসির সঙ্গে যোগাযোগ করেছেন তাপিয়া। আর্জেন্টিনা দলে ফিরতে মেসির কিছুদিন সময় দরকার বলে জানান তিনি, ‘আমাদের সম্পর্কটা দারুণ। পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন মেসি। বিশ্বকাপের সব বিষয় নিয়ে আমরা এখনো কথা বলিনি। তাকে কিছুদিন একা থাকতে দিতে হবে।’

বিশ্বকাপের আগে মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি বলেছিলেন, আর্জেন্টিনা দলে পারফরম্যান্সের জন্য সমালোচনার সম্মুখীন তার ছেলে।
সেই প্রসঙ্গ টেনে তাপিয়া বলেন, ‘আমরা তাকে অন্যদের মত করেই দেখেছি। তবে তার মেরিটের জন্য তাকে কিছুটা জেনারেট করেছি। আমরা মনে করি তিনি সুপার হিরো। আসলে তিনিও মানুষ। বিশ্বের সেরা ফুটবলার, তবে সেই সঙ্গে একজন মানুষও। আমরা তাকে অনেক বেশি দায়িত্ব দিয়েছি, যা বুমেরাং হয়ে ফিরেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়