শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘবদ্ধ কঠোর আনন্দোলনেই সরকারের পতন হবে : নোমান

শিমুল মাহমুদ: বর্তমান ক্ষমতাসীন সরকারের পতন ঘটাতে হলে দেশের সকলকে সংঘবদ্ধ হয়ে কঠোর আনন্দোলনের আসতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, রাজপথের আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। আমরা সংঘটিত হয়ে রাজপথে নামলেই এ সরকারের পতন নিশ্চিত।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স(এ্যাব) পেশাজীবী ও আমার দেশ সম্পাদক পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর যে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হামলার তিন-চার দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা জাতির জন্য আরো বড় লজ্জাজনক। অবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে নোমান বলেন, সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোন খাত নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। শেষপর্যন্ত ব্যাংক লুট সোনা লুট কয়লা লুট করেছে তারা। যারা এসব লুট করছে তারা সবাই সরকারের লোক।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জহুরুল ইসলাম, কৃষিবিদ শামীম, বিএনপির নেতা অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটসহ দেশ বাচাঁও মানুষ বাচাঁও আনন্দোলনের সভাপতি একে এম রিপন মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়