শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৯:৩০ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পায়েল হত্যার বিচার চেয়ে মানববন্ধন

রিয়াজ হোসেন :নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ পঞ্চম সেমিষ্টারের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকাল ১১ টায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধন থেকে হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে লিখিত বক্তব্যে ৩ দফা দাবি তুলে ধরা হয়। হত্যাকন্ডের সাথে জড়িত ড্রাইাবার, সুপার ভাইজার এবং হেলপারের সর্বোচ্চ শাস্তি, যাত্রাপথে যাত্রীদেরা নিরাপত্তার দায়ভার বাস মালিক কতৃক নিশ্চিতকরণ, নিহত পরিবারের যাবতীয় ক্ষতিপূূরনের দাবি জানান হয়।

মানববন্ধনে অংশ নেয়া বিবিএর ৪র্থ বর্ষের ছাত্র সালমান বলেন, যারা সাধারন জনগনকে নিরাপদে তার গন্তব্য পৌছে দিবে তারাই যদি ঘাতক হয় তাহলে আমরা কোথায় যাব। এর যথাযথ বিচার যদি না হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বিবিএর শেষ বর্ষের শিক্ষার্থী তামিমা ইসলাম বলেন, বাস কতৃপক্ষ চাইলে তাকে বাঁচাতে পারত কিন্তু তারা তা না করে পায়েল কে নির্মম ভাবে হত্যা করেছে আমরা অবিলম্বে পায়েল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে হানিফ পরিবহনের বাসটি রাত ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ানগঞ্জের মদনপুরে যানজটে পড়ে। তখন মদনপুর ক্যাসেল হোটলের সামনে সাইদুর বাস থেকে নিচে নামে। বাস দ্রুত টান দিলে পায়েল বাসের দরজার সঙ্গে জোরে ধাক্কা খেয়ে নাক,মুখ দিয়ে রক্ত বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বাসের চালক,চালকের সহকারী ও সুপারভাইজার ধারণা করে, পায়েল মারা গেছেন। এই ভেবে তারা পায়েলকে নিচে ফেলে দিলে পানিতে ঢুবে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়