শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৫০ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনেভা ক্যাম্প থেকে ইয়াবা-মোটরসাইকেলসসহ আটক ১

সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. আল আমিন ওরফে জ্যাকি (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

বুধবার রাতের দিকে জেনেভা ক্যাম্পের পশ্চিম পাশের শাহজাহান রোডের রহিম কাবাবের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে আল আমিন ওরফে জ্যাকিকে আটক করে একটি আভিযানিক দল।

রবিউল ইসলাম জানান, আটক জ্যাকি জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে। তিনি জানিয়েছেন, লোভে পরে ইয়াবা চালান সরবরাহের সঙ্গে যুক্ত হয়েছেন। পরে তার দেয়া তথ্যে তার ব্যবহৃত মোটরসাইকেলের সীটের নীচে টুলবক্সের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪শ’ পিস ইয়াবা বের করা হয়।

এএসপি রবিউল আরো জানান, জ্যাকি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। অতি লাভের আশায়, রাতারাতি ধনী হবার নেশায়, নিজেকে নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়