শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মাছ ব্যবসায়ীকে খুন

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : ঢাকার নিকটবর্তী উপজেলা সাভারে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় সেলিম মিঞা (৪০) নামের এক মাছ ব্যবসায়ী খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সাভারের উত্তর জামসিং এলাকায় সোলায়মান মার্কেটের সামনে এ খুনের ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী জামসিং এলাকার হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষিতার ফুপা কুয়েত প্রবাসী কবির হেসেনকে বুধবার দুপুরে আটক করে পুলিশ। এ ঘটনায় সোস্যাল মিডিয়াসহ ওই এলাকার স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে ওই এলাকার আব্দুল কাদের মোল্ল্যা বিভিন্ন যুক্তি দিয়ে ধর্ষণের পক্ষে কথা বললে তার প্রতিবাদ করেন একই এলাকার মাছ ব্যবসায়ী সেলিম মিঞা। প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে লাঠিদিয়ে আঘাত করেন কাদের। কাদেরের লাঠির আঘাতে মাটিতে লুটে পরেন সেলিম। মুহুর্তের মধ্যে এ খবর উভয় পরিবারের লোকজন জানতে পেরে দৌড়ে ঘটনাস্থলে চলে আসে। ফের শুরু হয় বাকবিতন্ডা, এর মধ্যে কাদেরের লোকজন সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রফিক নামের এক যুবকের অবস্থা আশঙ্কজনক বলে জনিয়েছে ওই চিকিৎসক। এঘটনার পর থেকে সন্ত্রাসী আব্দুল কাদের মোল্ল্যা ও তার লোকজন পলাতক রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত সেলিম মিঞার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়