শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটা অক্ষুণ্ন রেখে সমন্বয় করলে সমাধান বের করা যাবে’

আশিক রহমান : কোটা সংস্কার বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা স্টাডি করছে এ বিষয়ে, তারা তা দেখবে। আর আমরা মনে করি যে, কোটা সংস্কার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান খুব সহজ। সমাধান করা যাবে না বলে মনে করি না। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেউ যদি কোটা সংস্কার আন্দোলনকারীদের উসকানি দেয় তা সঠিক হবে না। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। কোটা সংস্কার ছাত্র-ছাত্রীদের একটা দাবি, সরকার তা বিবেচনা করার জন্য কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি এখন কাজ করছে। তারা সময় চেয়েছে, তা দেওয়াও হয়েছে। আমরা আশা করছি, কমিটি একটি রিপোর্ট নিয়ে এলে মাননীয় প্রধানমন্ত্রী সব বিবেচনা করে যে ঘোষণা দেবেন তার প্রেক্ষিতেই প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটা অক্ষুণ্ন রেখে একটা সমন্বয় করলে একটা সমাধান বের করা যাবে। কোটা সংস্কার আন্দোলন আজকের এই পর্যায়ে নিয়ে আসার পেছনে বিভিন্ন জনের উসকানি রয়েছে। বিভিন্ন উসকানি দিয়ে আজকের এ জায়গাটায় নিয়ে এসেছে। আন্দোলনকারীদের দাবিগুলোকে বিবেচনায় নিয়েই তো সরকার কমিটি গঠন করে দিয়েছে। প্রধানমন্ত্রীও সে ধরনের ঘোষণাই দিয়েছেন। এখানে তো আমি কোনো সমস্যা দেখছি না। আন্দোলনকারীদের কোনো ভুল আছে কিনা তা কেবল তারাই বলতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়