শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপের কাছেই হেরে গেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট দল বিদেশের মাটিতে সিরিজ জয়ের একাধিক উদাহরণ থাকলেও বার বার সিরিজ জয়ের দ্বার প্রান্তে গিয়ে হেরে যাচ্ছে। যার জন্য বলাই যায় খেলার শেষ ওভারগুলোর চাপ নিতে পারছে না দলের খেলোয়াররা। চাপের কাছেই হেরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তারকা খেলোয়াররা বার বার শেষ মুহূর্তে এসে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারো শেষ ওভারকে কাজে লাগাতে না পেরে হেরে গিয়েছে মুশফিকরা।

শেষ ওভারে মানসিক চাপ নিতে পারলেন না দলের অন্যতম কর্ণধার মুশফিকুর রহিম। সাকিব-তামিমের উইকেট পতনের মধ্যে যেভাবে দলকে টেনেছেন মুশফিক আর মাহমুদউল্লাহ তাতে  বিজয়ের মশাল জ্বালিয়ে দল জয়ের বন্দরে পৌঁছাতেই পারতো কিন্তু সেই পুরনো স্মৃতির প্রকাশ ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। শেষ দিকে এসে মুশফিকুর রহিমের আউটের পর পুরো দেশ হতাশ হয়ে পড়েছিল। দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দলের অধিনায়ক মাশরাফিও।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ঝলমলে জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। হাফসেঞ্চুরি করে দুজনেই বিদায় নিলেও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জুটিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। যদিও ভুল বোঝাবুঝিতে ৩৯ রানে রান আউট হয়েছেন মাহমুদউল্লাহ। তারপরও মুশফিকের দারুণ হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শেষ ওভারে ৮ রানের প্রয়োজন ছিল। কিন্তু মুশফিকের বিদায়ে নাটকীয় হার মানতে হয় তাদের। ৩ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

তামিম-সাকিবের হাফসেঞ্চুরির আগে ঝড়ো ব্যাটিংয়ে দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফকে বাউন্ডারি মারেন সাকিব আল হাসান। তাতে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি পায়।

ব্যাটিংয়ে ঝড়ো সূচনা করেন প্রথম ম্যাচে রানের খাতা না খুলে বিদায় নেওয়া এনামুল হক। আগের ম্যাচের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার আভাস দিয়ে দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশের ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে ২৭২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৩২ রানে।

এনামুলের মারকুটে ব্যাটিংয়ে মাত্র ২ ওভারে ২০ রান করে বাংলাদেশ। এই ওপেনার মাত্র ৮ বলে দুটি করে চার ও ছয় মারেন। কিন্তু তৃতীয় ওভারের তৃতীয় বলে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে এনামুল বোল্ড হন আলজারি জোসেফের বলে। মাত্র ৯ বলে ২৩ রান করে আউট হন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান।

তারপর তামিম ও সাকিব শক্ত জুটি গড়েন। কিন্তু দেবেন্দ্র বিশু তার প্রথম ওভারে তামিমকে ফিরিয়ে ৯৭ রানের এ জুটি ভাঙেন। ৭১ বলে ৪২তম হাফসেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনার সামনে এগিয়ে মারতে চাইলে শাই হোপ তাকে স্টাম্পিং করেন। ৮৫ বলে ৬ চারে ৫৪ রান করেন তামিম। বিশু তার পরের ওভারে সাকিবের বিরুদ্ধে জোরালো এলবিডাব্লিউর আবেদন করে উদযাপনে মাতেন। কিন্তু বাঁহাতি অলরাউন্ডার রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত বদলান। তারপরও ৬২ বলে হাফসেঞ্চুরি করা সাকিব ইনিংস লম্বা করতে পারেননি। ৭২ বলে ৫ চারে ৫৬ রানে তিনি আউট হন অ্যাশলে নার্সের বলে কিমো পলের ক্যাচ হয়ে।

এর আগে বোলিংয়ে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে ফেরায় তারা। কিন্তু শিমরন হেটমায়ার সেঞ্চুরি করে সফরকারীদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে করেছে ২৭১ রান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে বাংলাদেশের করতে হবে ২৭২ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে মাশরাফি মুর্তজা এলবিডাব্লিউ করেন এভিন লুইসকে (১২)। বাংলাদেশের অধিনায়ক তার চতুর্থ ওভারের প্রথম বলে ২৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে নিজের শিকার বানান মাশরাফি।

শাই হোপকে নিয়ে ক্রিস গেইল জুটিটা বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন ক্যারিবিয়ান ওপেনার। ৫৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তারপর হোপকে ২৫ রানে কভারে সাব্বির রহমানের ক্যাচ বানান সাকিব আল হাসান।

২৪তম ওভারে বল হাতে নিয়েই উদযাপন করেন রুবেল হোসেন। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পাওয়া এই পেসার এদিন পঞ্চম বলে জেসন মোহাম্মদকে (১২) মুশফিকুর রহিমের ক্যাচ বানান। ১০২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল একসঙ্গে ক্রিজে থেকে সেই চাপ কাটান। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে শক্ত জুটি গড়েন হেটমায়ার। এই বাঁহাতি ব্যাটসম্যান ১০৩ রানের জুটি গড়েন। তবে ৪৪ রানে রভম্যানকে বোল্ড করে তাদের বিচ্ছিন্ন করেন রুবেল। তিন বল পরই হেটমায়ারকে ৭৯ রানে আউট করতে পারতেন তিনি। কিন্তু সাকিব ডিপ মিডউইকেটে ক্যাচ ছেড়ে দেন।

ক্যাচ মিস করার প্রায়শ্চিত্ত সাকিব করেন জেসন হোল্ডারকে (৭) স্টাম্পিং করে। এক ওভার বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান অ্যাশলে নার্সকে (৩) তামিম ইকবালের ক্যাচ বানান। তারপর টানা দুই ওভারে কিমো পল ও দেবেন্দ্র বিশু উইকেট হারান রুবেল ও মোস্তাফিজের বলে। জীবন পাওয়া হেটমায়ার ৮৪ বলে ৩ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন। শেষ ওভারের তৃতীয় বলে তিনি রান আউট হন ১২৫ রানে। তার ৯৩ বলের ইনিংসে রয়েছে ৩ চার ও ৭ ছয়।

রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পেয়েছেন মোস্তাফিজ ও সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়