শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি ‘ছিনতাই’ কাহিনী

ডেস্ক রিপোর্ট:  বিকেল ৫টায় দুই ক্লাবের সম্মতি, আধঘণ্টা পর আনুষ্ঠানিক ঘোষণাও। সবাই জানল, ফরাসি ক্লাব বোর্দো থেকে ইতালির রোমায় নাম লিখিয়ে ফেললেন ম্যালকম। দুই ক্লাবের আলাপে ঠিক হলো, মেডিকেল করাতে হবে দ্রুত। ম্যালকম তাই রোমের বিমানে চড়বেন রাত ৯টায়। ইতালির রাজধানীতে পৌঁছাবেন রাত ১১টায়। সব জেনে-শুনে ব্রাজিলিয়ান উইঙ্গারকে বরণ করতে রোমা সমর্থকরা ছুটে গেলেন বিমানবন্দরে।

কিন্তু আচমকাই ঘটে গেল ঘটনাটি। সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা- এই তিন ঘণ্টার মধ্যে ছিনতাই হয়ে গেলেন ম্যালকম। রোমার মুখের গ্রাস কেড়ে নিল বার্সেলোনা। ২৪ ঘণ্টার মধ্যেই ম্যালকমের গায়ে চড়ল বার্সেলোনার জার্সি; মেডিকেল সম্পন্ন করে উড়াল দিলেন যুক্তরাষ্ট্রেও, যেখানে অপেক্ষায় প্রাক-মৌসুম টুর্নামেন্টে থাকা আর্নেন্তো ভালভার্দের দল। তার আগে ২১ বছর বয়সী ম্যালকম বলে গেলেন, 'বিশ্বের সেরা ক্লাবে খেলার স্বপ্ন পূরণে'র কথা। এদিকে ইতালিয়ান ক্লাব রোমা ফুঁসছে ক্ষোভে। আইনি লড়াইয়ের সুযোগ আছে কি-না সেই পথ খুঁজছে সিরি'এর ক্লাবটি।

কীভাবে ঘটল ম্যালকম-ছিনতাইয়ের ঘটনাটি? রোমার স্পোর্টিং ডিরেক্টর মনচির বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এএস ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছে। ঘটনার শুরু সোমবার বিকেলে। কয়েক দিনের আলাপ-আলোচনা শেষে বিকেল ৫টার দিকে ৩২ মিলিয়ন ইউরোয় ম্যালকমের দল বদলে সম্মত হয় সব পক্ষ। পক্ষ বলতে ক্লাব হিসেবে বোর্দো ও রোমা এবং ব্যক্তি হিসেবে ম্যালকম নিজে ও তার এজেন্ট ফার্নান্দো গার্সিয়া। ঠিক হলো, খুব দ্রুত ম্যালকমকে মেডিকেলের জন্য রোমে পাঠানো হবে। সেক্ষেত্রে রাত ৯টার বিমানে উঠে ১১টায় পৌঁছাবেন তিনি। দুই ক্লাবের সম্মতির আধঘণ্টা পর বোর্দোর প্রেসিডেন্ট স্টিফেন মার্টিন ফোন দেন মনচিকে। বলেন, ম্যালকমকে নিয়ে চারদিকে নানান গুঞ্জন চলছে, আমাদের এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া উচিত। সে অনুসারে টুইটার অ্যাকাউন্টে 'ডিল ডান' বলে ঘোষণা দিয়ে দিল রোমা এবং বোর্দো। মনমতো এবং কাঙ্ক্ষিত একজন ফুটবলারদের নিজেদের করে পাওয়া গেল বলে রোমার সমর্থকরা বেশ খুশি। ম্যালকমের আসার সময়ক্ষণ জেনে তারা বিমানবন্দরের দিকে ছুটলেন। লিখে নিলেন বেশ কিছু প্ল্যাকার্ডও। দর্শকরা যখন ম্যালকমের আগমন নিয়ে এভাবে রোমাঞ্চিত, তখন পর্দার অপর পাশে মঞ্চস্থ হচ্ছে ছিনতাই-নাটক। দুই ক্লাবের ঘোষণার ঘণ্টা খানেক পর মনচিকে ফোন করেন ম্যালকমের এজেন্ট গার্সিয়া। জানান, ম্যালকমের রোমের ফ্লাইট বাতিল করেছে বোর্দো। মনচি তখন বোর্দো প্রেসিডেন্ট মার্টিনকে ফোন দেন, 'তিনি আমাকে বললেন ম্যালকমের জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। প্রস্তাবটা রোমার চেয়েও ভালো। আমরা যদি টাকার অঙ্ক না বাড়াই তাহলে ম্যালকমকে পাওয়া যাবে না।' মার্টিনের কথা শুনে মনচি তখন রোমা প্রেসিডেন্ট জেমস পালোত্তাকে বিস্তারিত অবহিত করেন। সব শুনে পালোত্তা বোর্দোর কথায় রাজি, তারা বার্সার চেয়ে বেশিই দেবেন। রাত ১১টার দিকে দুপক্ষের কথা হয়, মঙ্গলবার দিনের বেলায় দুপক্ষের মধ্যে ট্রান্সফার-সংক্রান্ত আরও কিছু ডকুমেন্ট দেওয়া-নেওয়া হবে। সেক্ষেত্রে মঙ্গলবার রাতে ম্যালকম রোমের বিমানে উঠবেন। কিন্তু খানিক পর গার্সিয়া আবার জানান, বার্সেলোনা টাকার অঙ্ক আরও বাড়িয়েছে। এ খবর শুনে মনচি এবার খেপে যান। বলেন, 'আমরা তো নিলামে নামিনি।'

ব্যস, রোমা সরে যায়; পথ পরিস্কার পেয়ে ম্যালকমকে বাগিয়ে নেয় বার্সেলোনা। ২০১৬ সালে মাত্র ৫ মিলিয়ন ইউরোয় কেনা ম্যালকমকে ৪১ মিলিয়ন ইউরোয় বিক্রি করে দেয় বোর্দো। উইংয়ে খেলা এই ফরোয়ার্ড গত মৌসুমে বোর্দোর হয়ে গোল করেছেন ১০টি, করিয়েছেন আরও ৭টি। সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়