শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুবেল শক্ত জুটি ভাঙার পর সাকিবের আঘাত

ডেস্ক রিপোর্ট:  প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন শিমরন হেটমায়ার। দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরিতে আবার প্রতিরোধ গড়েন তিনি বাংলাদেশের সামনে। ১০২ রানে উইন্ডিজ চতুর্থ উইকেট হারানোর পর তার সঙ্গে রভম্যান পাওয়েল বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিলেন। অবশেষে ৪৪ রানে তাকে বোল্ড করে স্বস্তি ফেরালেন রুবেল হোসেন। ১০৩ রানের শক্ত জুটি ভাঙেন তিনি। পরের ওভারে সাকিব আল হাসানের বলে স্টাম্পিং হন স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার। ৪৪ ওভারে ৬ উইকেটে ক্যারিবিয়ানরা করেছে ২২৪ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইসকে এলবিডাব্লিউ করে ফেরান মাশরাফি মুর্তজা ও মেহেদী হাসান মিরাজ। তারপর সাকিব আল হাসান তার দ্বিতীয় ওভারে পান প্রতিপক্ষের তৃতীয় উইকেট।

মাশরাফি তার চতুর্থ ওভারের প্রথম বলে লুইসকে ১২ রানে এলবিডাব্লিউ করেন। এই ওপেনার রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকে। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে আউট করেছেন মাশরাফি। তারপর শাই হোপের সঙ্গে গেইলের জুটি ২৬ রানের বেশি হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ২৯ রানে এলবিডাব্লিউ করে তাকে আউট করেন। হোপ ৪৩ বলে ২৫ রান করে সাকিবের বলে কভারে সাব্বির রহমানের ক্যাচ হন।

আর রুবেলের প্রথম ওভারে বলে বাজে শট খেলতে গিয়ে জেসন মোহাম্মদ (১২) আউট হন।প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে নিয়েই উইকেট পান রুবেল। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পাওয়া এই পেসার এদিন পঞ্চম বলে জেসনকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। তাতে ১০২ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর রভম্যান ও হেটমায়ারের জুটিতে গড়া একশ ছাড়ানো জুটিও ভাঙেন এই পেসার। ৪৩তম ওভারে দ্বিতীয় স্পেল বল করতে নেমেই রভম্যানকে ফেরান রুবেল। ওই ওভারের চতুর্থ বলে বিপজ্জনক হেটমায়ারের উইকেট তার হতে পারতো। কিন্তু ডিপ মিডউইকেটে সাকিব ক্যাচ ছেড়ে দেওয়ায় ৭৯ রানে জীবন পান ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

অবশ্য পরের ওভারে সাকিব তার মিস ফিল্ডিংয়ের প্রায়শ্চিত্ত করেন হোল্ডারকে ৭ রানে আউট করে।

প্রথম ওয়ানডের দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে কেবল একটি পরিবর্তন। আন্দ্রে রাসেল চোট নিয়ে ছিটকে যাওয়ায় ঢুকেছেন কিমো পল।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা।

তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে হারার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিরা জিতেছেন অলরাউন্ড নৈপুণ্যে।

টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, কিমো পল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।  বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়