শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন পৌরসভায় আওয়ামী লীগের জয়

ডেস্ক রিপোর্ট  : নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী, গোপালদীতে এম এ হালিম সিকদার ও কক্সবাজার পৌরসভায় মুজিবুর রহমান জয়ী হয়েছেন (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী এবং কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিন প্রার্থী জয়ী হয়েছেন। আজ বুধবার ওই তিনটি পৌরসভায় নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলী, গোপালদীতে এম এ হালিম সিকদার ও কক্সবাজার পৌরসভায় মুজিবুর রহমান জয়ী হয়েছেন।

আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের জানান, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী মিয়া নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৪৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পারভীন আক্তার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৩০৮ ভোট।

অপরদিকে গোপালদী পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এম এ হালিম শিকদার নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মুসফিকুর রহমান মিলন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭২৭ ভোট।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৪১ হাজার ২৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯৮০ ভোট। নাগরিক কমিটির প্রার্থী সরওয়ার কামাল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৬৪ ভোট।

বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক ফলাফল ঘোষণা করেন। সেখানে মুজিবুর রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

সেই সঙ্গে পৌর নির্বাচনে বেসরকারিভাবে কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে আক্তার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান মাবু, ৪ নম্বর ওয়ার্ডে দিদারুল আলম রুবেল, ৫ নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর ছিদ্দিকী লালু, ৭ নম্বর ওয়ার্ডে আশরাফুল হুদা জামশেদ, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দীন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাউদ্দীন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু, ১২ নম্বর ওয়ার্ডে কাজী মোর্শেদ আহমদ বাবু নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহিনা আকতার পাখি; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আক্তার; ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আক্তার এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নাসিমা আকতার বকুলের নাম ঘোষণা করা হয়েছে।

উৎসঃ এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়