শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ের পূর্বাভাষ দেখা যাচ্ছে মার্কিন অর্থনীতিতে: অর্থনীতিবিদ ডায়ান স্বোঙ্ক

নূর মাজিদ: মার্কিন অর্থনীতিবীদ ডায়ান সোঙ্ক দেশটির অর্থনীতিতে তীব্র ঝড়ের কালো মেঘ ঘনিয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ডায়ান স্বোঙ্ক তার এমন আশঙ্কার কথা জানান। ডায়ান স্বোঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গ্রান্ট থর্টন করসেবা ও উপদেষ্টা সংস্থার শীর্ষ অর্থনীতিবিদ। এসময় তিনি বলেন, মূলত বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটেই মার্কিন অর্থনীতিতে তীব্র ঝড় বা বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে। তবে বর্তমানে বাণিজ্য যুদ্ধের তেমন তীব্রতা দেখা না গেলেও আগামী দিনে তা নিশ্চিতভাবেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আকার ধারণ করবে।

এমন উত্তেজনাকর বাণিজ্য যুদ্ধের পরিবেশে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ কমে যেতে পারে বলেছেন সোঙ্ক। তার ভাষ্যমতে, “আমাদের অর্থনীতি এখন একটি নরম বালিশে হেলান দিয়ে আছে, এমতাবস্থায় আমরা আসন্ন ঝড়ের পূর্বাভাষকে খানিকটা উপভোগ করতে পারি। তবে এই বিপদকে সহজে এড়িয়ে যাবার কোন উপায় এই মুহূর্তে আমাদের সামনে নেই। সিএনবিসি’র ক্লোসিং বেল অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাণিজ্য শুল্ক, ডলারের উর্ধগতি, সুদের উচ্চহার এসবই আমাদের উৎপাদকদের প্রতিযোগিতামূলক রপ্তানি বাজারে পিছিয়ে দিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৫০৫ বিলিয়ন ডলারের চীনা পণ্যে বাণিজ্য শুল্ক দেবার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্য শুল্কারোপ বরাবরই একটি নেতিবাচক প্রক্রিয়া। এতে হয়ত খুব বেশী শুল্কাদায় হয়না, তবে বিশ্ব-বাণিজ্যে পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাসের আবহ তৈরি হয়। আমরা যদি এই শুল্কারোপের ধারা অব্যাহত রাখি তবে আমি আশঙ্কা করছি ২০১৯ সালে আমাদের অর্থনীতিতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়