শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিবিদদের সঙ্গে ডিসিদের কোনো সমন্বয়হীনতা নেই: স্থানীয় সরকার মন্ত্রী

হুমায়ুন কবির খোকন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ডিসিদের মতপার্থক্য হয়। স্থানীয় সরকার কর্মকর্তাদের সঙ্গেও তাদের মতপার্থক্য হয়। তবে এটা কোনও সমস্যা নয়। এ মতপার্থক্যের কারণে কাজ নিয়ে স্থানীয় রাজনীতিবিদ বা স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে ডিসিদের কোনো সমন্বয়হীনতা নেই। আমার মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আমারও তো মতপার্থক্য হয়।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত উন্নয়নের যতো অসমাপ্ত কাজ আছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দিয়েছি। জেলার অভিভাবক হিসেবে এসব কাজের তদারকি ও বাস্তবায়ন তাদের দায়িত্বের ওপর বর্তায়।

তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রধানমন্ত্রীর। এ প্রকল্প বাস্তবায়নে ডিসিদের সর্বাধিক মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে -এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়