শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনভর সংঘর্ষের পর বিক্ষোভ বন্ধ ঘোষণা

আসিফুজ্জামান পৃথিল: ভারতের মহারাষ্ট্রে মারাঠা কোটার দাবীতে চলমান বিক্ষোভ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে, চাকরিতে মারাঠাদের আলাদা কোটার দাবীতে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে বুধবার বিকেলে আন্দোলন সহিংসতায় রুপান্তরের কারণ দেখিয়ে তা বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার সকালে এই আন্দোলন শুরু হয়। এই সময় পুরো মুম্বাইকে অবরুদ্ধ করে রাখেন মারাঠা ক্রান্তি মোর্চার নেতৃত্বে বিক্ষোভকারীরা। পরে স্থানীয় সময় বিকাল ৩টায় আন্দোলনের নেতা বিরেন্দ্র পাওয়ার আন্দোলন বন্ধের ঘোষণা দেন। তিনি বলেছেন তারা কখনই সহিংসতা চাননা। তারা শুধু মারাঠা জনগোষ্টির একতা প্রমাণ করতে চেয়েছিলেন।

পাওয়ার বলেন, ‘আমরা শুধু দেখাতে চেয়েছিলাম আমরা একতাবদ্ধ রয়েছি এবং তা আমরা প্রমাণে সক্ষম হয়েছি। আমরা কখনই চাইনি আমাদের আন্দোলনে সহিংসতা ছড়াক। তাই আমরা আজকের মুম্বাই অবরোধ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।’ তিনি আরো বলেন, ‘আমরা সন্দেহ করছি, কিছু লোক রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে সহিংসতা ছড়িয়েছে। না হলে আমাদের পূর্বের মতোই শান্তিপূর্ণ থাকার কথা ছিলো। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী সংহিংসতাকারীরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছিলো।

মারাঠারা মহারাষ্ট্রের বৃহত্তম জনগোষ্ঠী। রাজ্যটির ৩০ শতাংশ জনগনই এই সম্প্রদায়ের। গত বছর থেকেই তারা এই কোটার দাবী জানিয়ে আসছে। মঙ্গলবার পরো মহারাষ্ট্রজুরে অবরোধ শুরু হয়। এই বিক্ষোভে একজন পুলিশ কন্সটেবল নিহত এবং ৯ জন আহত হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়