শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছুটা সুস্থ হয়ে উঠছেন সৈয়দ আশরাফ

রফিক আহমেদ : থাইল্যান্ডে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিছুটা সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসক তাকে হাঁটতে বলেছেন। তাই তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহযোগীদের নিয়ে তিনি হাঁটছেন। বুধবার বিকেলে তার পারিবারের একটি সূত্র জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ সাপ্তাহের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফিরবেন।

এর আগে ৩ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সৈয়দ আশরাফ ব্যাংককে যান। এ সময় সঙ্গে ছিলেন তার ভাই সাফায়েতুল ইসলাম, বোন রাফিয়া নূর রূপা, ভাইয়ের স্ত্রী নাজমা ইসলাম ও তার ব্যক্তিগত সহকারী এসএম সাজ্জাদ হোসেন শাহীন। সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে ফুসফুসে ইনফেকশনে ভুগছেন। যার কারণে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে ২০০৯ সালে ও ২০১২ সালে সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আশরাফ। ২০১৬ সালের আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আশরাফ সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়