শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছে আফগানিস্তান ক্রিকেট। কিছুদিন আগেই একসঙ্গে আন্তর্জাতিক টেস্ট স্ট্যাটাস পেয়েঝে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। তবে এখনো দু’দল পরস্পর মুখোমুখি হয়নি। কিন্তু আগামী মাসেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে আফগানিস্তান। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সদ্য ঘোষিত এই দলেই সর্বশেষ সিরিজ থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। বুধবার ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি। এই ফরম্যাটে তিনি সর্বশেষ খেলেছেন প্রায় এক বছর আগে। আফতাব আলম দলে এসেছেন তিন বছর পর। ফাস্ট বোলার ওয়াফাদার ও সৈয়দ শিরজাদ প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে ফিরেছেন হজরতউল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটসম্যান একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালে। মিডিয়াম ফাস্ট বোলার মিরওয়াইস আশরাফ ও বাঁহাতি বোলার ফরিদ আহমদও দলে ফিরেছেন।

দুই ফরম্যাটেই আফগানিস্তানের স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রশিদ খান ও অফ স্পিনার মুজিব উর রহমান। আর দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন আসগর স্টানিকজাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২০ আগস্ট। এরপর দুই দল তিনটি ওয়ানডে খেলবে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর দুই দলই সম্প্রতি নিজেদের অভিষেক টেস্ট খেলেছে। এই সফরে অবশ্য কোনো টেস্ট ম্যাচ নেই।

আফগানিস্তান ওয়ানডে দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, হজরতউল্লাহ জাজাই, শফিকউল্লাহ শাফাক, সামিউল্লাহ শেনওয়ারি, মিরওয়াইস আশরাফ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ফরিদ আহমেদ।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, এহসানউল্লাহ, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, সৈয়দ শিরজাদ, দৌলত জাদরান, ওয়াফাদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়