শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশিয়াল সার্ভিসেস এর উদ্যোগে ‘রক্তদান কর্মসূচি’

রিয়াজ হোসেন : রক্তদানে উৎসাহিত করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশিয়াল সার্ভিসেস ক্লাব এবারো আয়োজন করেছে তিন দিন ব্যাপি ‘রক্তদান কর্মসূচি’ । ২৪ থেকে ২৬ জুলাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

রক্তদান যেমন জরুরী মুহূর্তে একটি জীবন বাঁচাতে পারে, একই সাথে রক্তদাতার স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তদান ক্যানসার ও ডায়েবেটিস এর ঝুঁকি কমায়, হৃদপিণ্ড সুস্থ রাখে এবং কলেসটেরল এর মাত্রা স্থিতিশীল রাখে ।

প্রতিবছরের মত এবারও ক্লাবটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে সম্মিলিতভাবে সফল উপায়ে এই কর্মসূচীটি সম্পন্ন করেছে । কর্মসূচীর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের উৎসাহী ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যায়। প্রথম দিন শেষে মোট ২৫০টি রক্তের ব্যাগ সংগ্রহ করা হয়েছে।প্রথম দিনে সফলভাবে রক্ত সংগ্রহের পর দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২২৮টির বেশিি ব্যাগ রক্ত সংগ্রহ করা যাবে বলে জানান আয়োজকরা।

কর্মসূচীটি সফলভাবে আয়োজন করে ক্লাবের প্রেসিডেন্ট, তাছনিনা মম বলেন,”আমাদের ক্লাব এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রয়োজনে এগিয়ে আসা । প্রত্যেক বছর অনেক মানুষ রক্তের অভাবে জীবন হারায় । এই উদ্দেশ্যে আমরা রক্তদান কর্মসূচী প্রত্যেক বছর আয়োজন করে থাকি ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়