শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে কোহলির একটি পোস্টের দাম ১ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের প্রতিটা তারকা খেলোয়াড়েরই আয়ের অন্যতম উৎস থাকে বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনে তারা মাঝে মাঝে এতো পরিমাণ টাকা আয় করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই বিজ্ঞাপনের চাহিদা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতেও। যেখানে তারকারা একটি পোস্ট দিলেই আয় করতে পারেন লাখ লাখ টাকা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছবি শেয়ারের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আয় করছেন কোটি টাকা!

হ্যাঁ, বিরাটের ভ্যালু এখন এতই বিরাট যে, ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেই তার আয় হয় এক লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১ লাখ ৩১ হাজার ৬৭১ টাকা। যা বিশ্বের নামী বক্সার মেওদারের এক একটি সোশ্যাল পোস্টের আয়ের থেকেও বেশি।

বিরাটের ইনস্টাগ্রামে এই মূহূর্তে ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৩০ লাখের উপরে। মেওদারের ইনস্টা ভক্ত ২ কোটির উপরে। প্রসঙ্গত, মেওদার ছাড়াও বাসকেট বল তারকা স্টিফেন কারি-সহ মার্কিন টেলিভিশিন সঞ্চালিকা কেইলি জেনারকেও ইনস্টা পোস্টের আয়ে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ভারত অধিনায়ক বিশ্বের ১৭তম তারকা যিনি ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি আয় করেছেন।

অবশ্য ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে আয়ের শীর্ষে আছেন সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামের একটি পোস্ট থেকে সি আর সেভেন আয় করেন ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিল তারকা নেইমার (৬ লাখ মার্কিন ডলার) এবং তৃতীয় স্থানে ফুটবল যাদুকর লিওনেল মেসি (৫ লাখ মার্কিন ডলার)। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়