শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগান্ডাকে ক্যান্সার থেরাপি মেশিন দেবে ভারত

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: উগান্ডাকে ক্যান্সার থেরাপি মেশিন দেবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানায়, ভালবাসার প্রতীক হিসেবে উগান্ডাকে এ উপহারটি দেয়া হচ্ছে। ক্যাম্পালায় অবস্থিত উগান্ডার ক্যান্সার ইন্সস্টিটিউটে এ মেশিন দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইয়ন। উগান্ডার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ উপহারের বিষয়টি জানানো হয়।

বৈঠকটিতে মোদি বলেন, উপহারটি উগান্ডা এবং পূর্ব আফ্রিকার জনগণকে সাহায্য করবে। এছাড়াও ২শ’ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বেশ কয়েকটি গাড়ি ও অ্যামবুলেন্স উপহার দেবে ভারত বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইয়োরি মুসেভিনি নামক এক রাজনীতিবিদ জানায়, ২০১৫ সালে ভারত থেকে ১.২ বিলিয়ন মার্কিন ডলার আমদানি করে উগান্ডা। কিন্তু ২০১৮ সালে দেশটি ভারত থেকে ৭৩৬ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের আমদানি করেছে। শুধু ভারত নয়, সব দেশ থেকেই এ দেশটির আমদানি নির্ভরতা কমিয়েছে বলেও জানান তিনি। একই সাথে দেশটির রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলেও জানান মুসেভিনি। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়