শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দি ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে আইন প্রস্তাব ইসরায়েলি মন্ত্রিসভায়

সাইদুর রহমান : দখলদার ইসরায়েল ফিলিস্তিনি ভূখন্ড থেকে জোরপূবর্ক আটককৃত বন্দিদের মৃত্যুদণ্ড দিতে আইনী প্রস্তাব পেশ করেছে মন্ত্রীসভায়। দেশটির যুদ্ধ এবং প্রতিরক্ষামন্ত্রী লেবারমান বলেন, আশা করছি মন্ত্রীসভা দ্রুতই অনুমোদন দিবেন।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বিষয়ক ছোট মন্ত্রিসভায় বুধবার প্রস্তাবনাটি পেশ করা হয়েছে আলোচনার জন্য।

লেবারম্যান জানিয়েছেন, আমি নিশ্চিত, আমার সহযোগী মন্ত্রীরা বুঝতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি অনুধাবন করবেন। যাতে করে যুক্তরাষ্ট,জাপানের চেয়েও সন্ত্রাসবাদ দমনে উজ্জ্বল হতে পারি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরে জানুয়ারি মাসে লেবারম্যানের দল পার্লামেন্টে একটি প্রস্তাবনা পেশ করে যাতে ছিল , ইসরায়েলিদের হত্যার কারণে ফিলিস্তিনিদের মৃত্যুদ- দেয়া যায়। পার্লামেন্ট প্রাথমিক পর্যায়ের শুনানিও করেছিল।

প্রস্তাবনা মোতাবেক, কোন সামরিক আদালতের দুইজন বিচারকের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বন্দি ফিলিস্তিনিদের মৃত্যুদ- দিতে পারবেন। এরআগে সকল বিচারকের অনুমোদন জরুরি ছিল।

এ প্রস্তাবনার প্রবল বিরোধীতা করেছে দেশটির আইনমন্ত্রী আফেখা ম্যান্ডেলেবেল্ট।

ফিলিস্তিনের বন্দি বিষয়ক সংস্থা এক পরিসংখ্যানে জানিয়েছে, ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনির সংখ্যা ৬৫০০ তে পৌছেছে। এদের মধ্যে ৩৫০ জন শিশু ,৬২ জন নারী, ৬ জন ফিলিস্তিনের পার্লামেন্টের সদস্য, ৫০০ জন অভিযোগ ছাড়াই গ্রেফতার, ১৮০০ জন রোগী যাদের ৭০০ জনের জরুরি চিকিৎসা প্রয়োজন।

ইসরায়েলিদের হত্যার অভিযোগে শত শত ফিলিস্তিনিকে যাবজ্জীবন মৃত্যুদণ্ডদেয়া হয়েছে। ফিলিস্তিনিরা এ আইনের তীব্র সমালোচনা করেছে এবং তা বাতিল করতে আন্তর্জাতিক প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে। সূত্র : ইয়েনি সাফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়