শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত সময়ের মধ্য জুরিখে কনস্যুলেট সেবা চালু করা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

তরিকুল ইসলাম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দ্রুত সময়ের মধ্যই সুইজারল্যান্ডের জুরিখে কনস্যুলেট সেবা চালু করা হবে। মঙ্গলবার জুরিখের একটি কমিউনিটি হলে স্থানীয় সময় বিকাল ৩টায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের আর্থ-সমাজিক উন্নয়নে প্রবাসীরা যে অবদান রাখছে তা বাংলাদেশের জনগণ হৃদয় দিয়ে মনে রাখবে।

তিনি আরও বলেন, দেশের মায় ত্যাগ করে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করছে। তাই দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে শামীল হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে।

মতবিনিময় সভাটি সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রহিম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।

এসময় সুজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সুইজারল্যান্ডের বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন। তারা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদান, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান এবং জুরিখে কনস্যুলেট সেবা প্রদানের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই ইউরোপের চারটি দেশের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। আগামী ৩১ জুলাই প্রতিনিধি দলটি দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়