শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ি খাল থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা লামা খালের মুসলিমপাড়াস্থ মতিনের বাড়ির পাশের ঘাট থেকে বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরণে চেকের লুঙ্গি রয়েছে এবং বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে বলে এলাকাবাসীর ধারণা।

সূত্র জানায়, মুসলিম পাড়ার লোকজন খালের মুসলিমপাড়াস্থ মতিনের বাড়ির পাশের ঘাটে বুধবার সকাল ১০টার দিকে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, উদ্ধারকৃত লাশের কোমরে একটি সুতা বাঁধা রয়েছে। কোমরে সূতা বাঁধা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের রীতি। তাই ধারণা করা হচ্ছে লাশটি ত্রিপুরা সম্প্রদায়ের কোন এক জনের। তিনি আরও বলেন, বুধবার দুপুর ২টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় জানতে ইউনিয়নের বিভিন্ন পাড়াগুলোতে খবর দেয়া হয়েছে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, লাশের প্রাথমিক সূরত হাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়