শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ওজিলকে আপন করে নিয়েছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সাথে ছবি তোলার কারণে দলে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। এই ঘটনার জেরে রাগে-ক্ষোভে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এরপরই তার সমর্থনে কথা বলছেন অনেকে। এবার সেই তালিকায় যোগ হলেন আরো একজন। তিনি ওজিলের ক্লাব আর্সেনালের বস উনাই ইমেরি। এই জার্মান তারকাকে শুধু সমর্থনই করেননি। তাকে আপন করে নিয়েছেন তিনি, পাশাপাশি পুরো ক্লাব। সেই কথাই সাক্ষাৎকারে জানালেন তিনি।

আর্সেনাল বস বলেন, 'ওজিল ক্লাবের সব খেলোয়াড়দের কাছে সম্মনিত ব্যক্তি।'

তিনি আরো বলেন, 'আমরা ক্লাবের সব খেলোয়াড় এবং ওজিলকে এখানে নিজের বাড়ির মতো পরিবেশে রাখার চেষ্টা করি। কখনো যেন তাদের এটা মনে না হয়, তারা পরিবারের বাইরে আছেন।'

উনাই ইমেরি বলেন, 'আমরা ক্লাবের সব খেলোয়াড়ের পরিবারের মতো। ওজিলকে স্বাভাবিক পরিবেশ দিতে প্রতিদিনই তার সাথে কথা-বার্তা বলছি। তার সতীর্থদের সাথেও। এই সব কিছু আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।'

ওজিলের প্রসঙ্গে তিনি আরো বলেন, 'তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি অন্য খেলোয়াড়দেরও দেখেছি, তাদের সাথেও তার সম্পর্ক ভালো। সে তার সতীর্থদের কাছে খুব সম্মানিত ব্যক্তি।'

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের আগে তুর্কি প্রেসিডেন্টর সাথে ওজিলের ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। নয়াদিগন্ত

======================================
রোমার টার্গেট ম্যালকমকে ‘হাইজ্যাক’ করল বার্সা
স্পোর্টস ডেস্ক: মঙ্গলবারই রোমে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের। এএস রোমা আগেই জানিয়েছিল, ৩ কোটি ৮০ লাখ ইউরোর ট্রান্সফার ফি’তে সমঝোতা হয়েছে ম্যালকমের ক্লাব বর্দোর সঙ্গে। কিন্তু তারপরই হঠাৎ ম্যালকমকে হাইজ্যাক করে নেয় বার্সেলোনা। মঙ্গলবারই দিনের শেষ বেলায় ব্রাজিল তরুণকে ৪ কোটি ১০ লাখ ইউরোতে সই করায় কাতালানরা। সেই সঙ্গে এক মিলিয়ন ইউরো বোনাসও পাবেন তিনি।

প্রায় এক সপ্তাহের ম্যারথন চেষ্টার পর ২১ বছরের ম্যালকমকে দলে নিল বার্সা। চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। ক্লাবের পক্ষ থেকে খুব বেশি কিছু জানানো হয়। শুধু বলা হয়েছে, ম্যালকমের চুক্তি সম্পন্ন। বুধবারই তার মেডিকেল টেস্ট হবে। তারপরই ক্লাবের প্রি-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে চলে যাবেন ম্যালকম।

এর আগে গ্রেমিও থেকে আরেক ব্রাজিলিয়ান তারকা আর্থার মেলোকে সই করায় বার্সা। সব মিলিয়ে এখন ক্যাম্প ন্যুতে ব্রাজিলিয়ানের সংখ্যা দাঁড়ানো তিনে।

এদিকে, ম্যালকম ইস্যুতে বার্সার বিরুদ্ধে খেপেছে রোমা। ইতালিয়ান সংবাদমাধ্যম প্রশ্নই তুলেছে, ‘ফেয়ার প্লে’ শব্দটা বার্সা জানে কি না তা নিয়ে!

বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায় কি না সেটা এরই মাঝে ভেবে দেখতে শুরু করেছেন করেছেন রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি, ‘ক্লাবের মধ্যে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং দেখছি আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। এটা সত্যি যে কাগজে-কলমে কোনো চুক্তি হয়নি। কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক কথা চালাচালি হয়েছে। খেলোয়াড়ের এজেন্ট ও ওই ক্লাবের সভাপতির সঙ্গে যেসব কথা হয়েছে যেগুলো বিবেচনায় আনা যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়