শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি মিথ্যা নাটক মঞ্চায়ন করছে: হাছান মাহমুদ

মো. ইউসুফ আলী বাচ্চু: উচ্চ আদালতে খালেদা জিয়ার মামলা নিষ্পত্তির তারিখ নির্ধারণ করেছে ২৬ জুলাই। মামলা যাতে নিষ্পত্তি না হয় সেজন্য বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার নাটক মঞ্চায়ন করছে।

বুধবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানী ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।

তিনি বলেন, নিম্ন আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে খালেদা জিয়ার যে রায় প্রদান করেছে তা উচ্চ আদালতে পুনঃবহাল থাকবে ভেবেই বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার নাটক করছে। নিম্ন আদালতের যখন মামলা চলছিলো তখন ও তারিখের আগে তিনি অসুস্থতার দোহাই দিয়ে আদালতের সময় নষ্ট করেছেন। প্রায় দেরশত বার তারিখ পরিবর্তন করেছেন। এখনও একই ভাবে অসুস্থতার নাটক করছেন। তিনি যদি অসুস্থই হন তাহলে তো চিকিৎসা নেয়ার কথা কিন্তু নির্ধারিত ইউনাইটেড হাসপাতাল ছাড়া চিকিৎসা করাবেন না, তার মানে তিনি সুস্থ আছেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন ২ মাসের মধ্যে নাকি রাজনীতিতে পরিবর্তন আসবে কিন্তু কি পরিবর্তন আসবে সেটা আমাদের জানা নাই, কোন পরিবর্তন আসবে না।

তিনি আরো বলেন, আমি বিএনপিকে অনুরোধ করব রাজনীতিকে খালেদা জিয়ার হাটুর ব্যথা থেকে মুক্তি দিন। বিএনপি নেতারা ও আইনজীবী প্যানেল খালেদা জিয়াকে মুক্ত করার কোন চেষ্টা করছেনা তিনি জেলে থাকলে নাকি তাঁদের ভোট বাড়ে তার মানে বিএনপিই চায়না খালেদা জিয়ার মুক্তি।

বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বদিউর রহমান বদি, অরুণ সরকার রসনা, ইদ্রীস মল্লিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়