Skip to main content

বাগেরহাটে মাছ উৎপাদনে অসামান্য অবদানে ৭ সেরা মাছ চাষী পুরস্কৃত 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানের মাছ উৎপাদনে অসামান্য অবদান রাখায় বাগেরহাট জেলার ৭জন সেরা মাছ চাষীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল, চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ