শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে তাজমহলের দায়িত্ব বেসরকারিসংস্থাকে দিতে উত্তর প্রদেশ সরকারের আর্জি

রাশিদ রিয়াজ : তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে ভারতের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জমা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারকে কটাক্ষ করে বলেছিল, তাজমহলের সৌন্দর্য রক্ষায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে না উত্তর প্রদেশ সরকার। এর উত্তরে মঙ্গলবার একটি ‘ভিশন ডকুমেন্ট’ জমা দিল যোগী সরকার। সেই প্রস্তাবে জানানো হয়েছে আগ্রা এবং সংলগ্ন জেলায় দূষণ কমানোর জন্যে সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে। তাজমহলের আসপাশের গোটা অঞ্চলকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণার কথাও বলা হয়েছে।

হলফনামায় এও বলা হয়েছে, তাজমহলের সঠিক রক্ষণাবেক্ষণের জন্যে পাবলিক এবং প্রাইভেট সংস্থাগুলির সাহায্য নেওয়া যেতে পারে। কেন্দ্রের ‘অ্যাডপ্ট আ হেরিটেজ স্কিম’ প্রকল্প তাজের ক্ষেত্রেও প্রযোজ্য করার আবেদন জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।

২৫০ পাতার এই হলফনামাটি শীর্ষ আদালতের কাছে এদিন পেশ করেন উত্তর প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ঐশ্বর্য ভাটি। শুধু তাজমহলের আসপাশের অঞ্চল নয়, আগ্রা শহর এবং তাজ ট্র্যাপিজিয়াম জোন সহ মোট ১০,৪০০ বর্গ কিলোমিটার অঞ্চল রাখা হয়েছে সংস্কারের আওতায়। তাজ ট্র্যাপিজিয়াম জোন-এ তাজমহল ছাড়াও রয়েছে ৪০টি সংরক্ষিত সৌধ এবং মোট তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট--- তাজ মহল, আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিকরি। এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়