শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সিটি নির্বাচনে অনলাইনেও প্রচার চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা (ভিডিও)

হ্যাপী আক্তার : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য দিনরাত গণসংযোগের পাশাপাশি অনলাইন প্রচারও চালিয়ে যাচ্ছেন সিলেটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গড়ে তুলেছেন নিজস্ব সাইবার টিম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে চলছে ভোটের আহ্বান। কিন্তু অনলাইনে প্রচারে নির্বাচন কমিশনের নজরদারি না থাকায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ সাধারণ ভোটারদের। অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কর্মকর্তা ।

অনলাইনে সক্রিয় সিলেটে সিটি নির্বাচনের প্রার্থীরা। গড়ে তুলেছেন নিজস্ব সাইবার টিম। ফেসবুক পেইজ, গ্রুপ ও ইউটিউবের মাধ্যমে চলছে প্রচার। ভোটারদের সামনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি তুলে ধরছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দোষত্রুটি। আর এই কাজে অনেক প্রার্থী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ ভোটারদের।

অনলাইনে প্রচার নিয়ে ভোটারা বলছেন, একজন প্রার্থীর যে কুৎসা রটানোর যে বিষয়টি তারা একক জন একেকভাবে কাট-ছাট করে অনলাইনের ফুটেজগুলো প্রচার করছে।

অনলাইনে নির্বাচনি প্রচারে আচরণবিধি মানা হচ্ছে না। বলে অভিযোগ বিশিষ্টজনদেরও। তারা বলছেন, ডিজিটাল প্লাটফর্মেও নির্বাচন কমিশনের নজরদারি প্রয়োজন।

সিলেট, সুজনের সাধারণ সম্পাদক শাহ শাহেদা আক্তার বলেছেন, অনলাইন বা অফলাইন যাইক হোক এতে যনি নির্বাচন আচরণবিধি লঙ্গণ হয়ে থাকে, তাহলে আমরাও দাবি জানাব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

সিলেট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সেক্রেটারি সুদিপ্ত চৌধুরী বলেছেন, প্রার্থী যারা নির্বাচনের অংশগ্রহণ করছেন তার যদি বিশৃঙ্খলা না ঘটিয়ে প্রচার-প্রচারণা করেন সেক্ষেত্রে প্রশাসন বা যারা দায়িত্বে আছেন তারা সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারে বিধিনিষেধের কথা জানালেন নির্বাচন কর্মকর্তা।

সিলেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মুখলেছুর রহমান বলেছেন, ইউটিউব, ফেসবুক বা টুইটারের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানু আইনগতভাবে অবৈধ। তারপরেও যদি কেউ করে তাহলে সে বিষয়কে কোনো ধরনের অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট সিটি নির্বাচনে এবার মেয়র পদে ৭ জন, কাউন্সিলর ১শো ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  সূত্র : ইনডিপেনন্ডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়