শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুশ্রম নিরসনে আসছে মেগা প্রকল্প

ডেস্ক রিপোট : শিশুরা স্কুলে না গিয়ে কাজ করে কারন বাস্তবতা অনেক কঠিন। শিশুরা যারা কাজ করছেন তারা মূলত দারিদ্র্যতার কারণেই কাজ করে। আমাদের দেশে এখনো ২২ ভাগ দরিদ্র জনগণ রয়েছে। তারমধ্যে আবার হতদরিদ্র শতকরা ১০ ভাগ। ঝুঁকিপূর্ণ ৩৮ কাজের তালিকা চিহ্নিত করা হয়েছে। শিশু শ্রমিক বর্জ্যজীবী  এবং গৃহশ্রমিক। আমাদের দেশেও গৃহশ্রমিকরা শারীরিক, মানসিক কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে শতকরা ৯০ ভাগ নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না। নিকৃষ্ট ধরনের শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে আনতে শুরু হচ্ছে মেগা প্রকল্প।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান করফারেন্স হলে ‘নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসন এবং আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮৯ অনুস্বাক্ষরের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে মেগা প্রকল্প আসছে। ওই মেগা প্রকল্প-২০২১ সালের মধ্যে নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে আমি ১ লাখ শিশু শ্রমিকের জন্য ২৮৫ কোটি টাকার প্রস্তাব করেছিলাম। আমাদের প্রধানন্ত্রী শেখ হাসিনা শিশুদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি বলেছেন, এতো কম টাকা কেন নিকৃষ্ট ধরনের শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে আনতে আরো বেশি টাকার মেগা প্রকল্প প্রস্তাব করো, আমি পাস করে দিব।

গৃহশ্রমিকদের বিষয়ে তিনি বলেন, আমরা গৃহশ্রমিক সুরক্ষা নীতিমালা করেছি। শুধু আইন করলেই হবে না। আগে সাধারণ মানুষের মধ্যে গৃহশ্রমিকদের জন্যে নৈতিকতার বিষষটি জাগ্রত করতে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।

আমরা শিশু নীতি করতে সক্ষম হয়েছি। ঝুঁকিপূর্ণ ৩৮ কাজের তালিকা চিহ্নিত করেছি। যেসব শিশু শ্রমিক বর্জ্যজীবী তাদের এবং গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করতে পারলে ভালো হতো বলে জানান। তিনি বলেন, আমরা সৌদি আরবে গৃহশ্রমিক নির্যাতনের সমালোচনা করছি, কিন্তু আমাদের দেশেও গৃহশ্রমিকরা শারীরিক, মানসিক কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে শতকরা ৯০ ভাগ নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না।

অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএলরও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন।  মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সাংবাদিকরা। সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়