শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে অবিশ্বাস্য আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রচুর অর্থের অপচয় হয়: নিক্কি হ্যালি

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, জাতিসংঘে অবিশ্বাস্য আমলাতান্ত্রিক জটিলতা আছে। সেখানে প্রচুর অর্থের অপচয় হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে নিক্কি হ্যালি এই তথ্য জানান। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স।

হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্য স্মরণ করেন। ট্রাম্প বলেছিলেন, আমাদের উত্তর কোরিয়া নিয়ে এমন কিছু করা উচিত হবে না যেখানে জাতিসংঘ থাকবে না। কারণ এটিই হলো একমাত্র জায়গা যেখানে অন্যান্য দেশকে একত্র করা যায়। নিক্কি হ্যালি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জিজ্ঞাসা করেছিলেন, ১৭ মাসের দায়িত্ব শেষে জাতিসংঘ সম্পর্কে আমার কী ধারণা? জবাবে আমি বলেছিলাম, ‘জাতিসংঘ ইসরাইলবিরোধী এবং আমাদের বিরুদ্ধেও কাজ করে। যখন যেটা প্রয়োজন সেটাকে প্রত্যাখান করে সংস্থাটি। এতে আমলাতান্ত্রিক জটিলতা বেশি এবং প্রচুর অর্থের অপচয় করা হয়’। হ্যালি দায়িত্ব নেওয়ার পর প্রথম যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে পদত্যাগ করে। হ্যালি বলেন, ‘আমার কাজ হলো সবাইকে একটা বিষয় পরিস্কার করে জানানো যে, মানুষের যা দরকার তাই করছে প্রশাসন। আমি সবসময় এটা নিশ্চিত করতে চাই যে আমার কাজে যেন ধূসরতা না থাকে। সবই লিখিত। গত মাসে ভারত সফরের সময় রয়টার্সকে সাক্ষাত্কার দেন নিক্কি হ্যালি। ভারত তার মা-বাবার জন্মস্থান।

-সংবাদটি ইত্তেফাক থেকে সংগ্রহীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়