শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহালেই টাঙ্গাইলের দুই ইউপি ও দুই ওয়ার্ডের নির্বাচন

ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই টাঙ্গাইলের দুই ইউপি, এবং দুটি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ভোট দেয়ার জন্য। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৯ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোহরাব আলী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্থানীয় এমপি সোহেল হাজারীর অনুসারী সেলিম শিকদার (আনারস), জাতীয় পার্টির মীর ইমরুল হাসান (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিকুল ইসলাম তালুকদার (মশাল) এবং স্বতন্ত্র আব্দুল হাই তালুকদার (ঘোড়া), জাকির হোসেন (চশমা) এবং বর্তমান চেয়ারম্যান সোলায়মান মিয়া (মোটরসাইকেল)। এই ইউনিয়নে বিএনপি’র কোন প্রার্থী নেই।

পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৮ জন এবং ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান তালুকদার (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীর অনুসারী লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল), বিএনপি মনোনীত যুবদল নেতা জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকী (চশমা) ও লোকমান হোসেন (আনারস)। এ ছাড়া একই সাথে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে এবং ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটকক্ষ ১০৩টি, মোট কেন্দ্র ২৩টি। পিজাইডিং অফিসার ২৩, সহকারী প্রিজাইডিং অফিসার ১০৩ জন এবং পোলিং অফিসার ২০৬ জন দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট ভোটার ৩৭৫৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৯১ জন এবং মহিলা ভোটার ১৯১০০ জন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৪ জন আনসার ও ৮ জন পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া ৩ প্লাটুন বিজিপি, র্যা বের স্ট্রাইকিং ফোর্স ও মোট ৪৩৩ জন পুলিশসহ ব্যাপক আইনশৃঙ্খলাবাহিনী দায়িত্ব পালন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি করা হয়েছে। আশা করছি অন্যন্য নির্বাচনের মতো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়