শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের দানবাক্সের মাধ্যমে চাঁদাবাজি: দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট : সাভার সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আগতের নিকট হতে দানবাক্সের মাধ্যমে চাঁদাবাজি চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম আকস্মিকভাবে অভিযান চালায়।

দুদক সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন সেবা নিতে আগত জনসাধারণের নিকট হতে মসজিদের দানবাক্সের মাধ্যমে চাঁদাবাজি চলছে, এরূপ অভিযোগ দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) দেয়া হলে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুদক টিম। দুদক সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়।
দুদক টিম সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে দানবাক্সটি সনাক্ত করে এবং সেটি জব্দ করে মসজিদ কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়। তবে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়াও দুদক টিম উপস্থিত সেবা প্রত্যাশীগণের নিকট রেজিস্ট্রেশন সেবা প্রাপ্তিতে বিলম্ব এবং ঘুষ-লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চায়। এসময় কয়েকজন সেবাপ্রার্থী দুদক টিমের কাছে তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে দুদক টিমের উপস্থিতিতে সেগুলো তাৎক্ষণিক সমাধান করা হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিবিহীন সেবা প্রদান নিশ্চিত করার জন্য সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, 'সাব-রেজিস্ট্রি অফিসে এভাবে মসজিদের দানবাক্স রাখা প্রচণ্ড অনৈতিক। দুদকের এ অভিযান দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে। পর্যায়ক্রমে সব অফিসে এ অভিযান চলবে।' সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়