শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহালেই ভোট, প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট:  আর মাত্র কয়েক ঘণ্টা বাকি; এরপরই শুরু হবে পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার অনুষ্ঠেয় এ নির্বাচনের জন্য এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবার ভোটের সরঞ্জাম সংগ্রহের কাজ শেষ করেছেন।
পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’ পত্রিকা জানায়, এদিন পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট বাক্সসহ ভোটের অন্যান্য সরঞ্জাম গ্রহণ করেন। পরে কঠোর নিরাপত্তায় সেগুলো ভোটকেন্দ্রে পাঠানো হয়।
তবে লাহোরের কয়েকজন নারী প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য যথাসময়ে পরিবহনের ব্যবস্থা করা হয়নি এবং তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
করাচিতে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রগুলোর বাইরে ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, লিখিত নোটিস টাঙিয়ে দিয়ে ভোটের দিন ভোটকেন্দ্রের আশেপাশে জারি করা ব্যবহার বিধি সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুলিশের টহল গাড়িগুলোতে ভিডিও ক্যামেরা সংযোগ করা হয়েছে।
প্রতিটি গাড়িতে চারটি করে ক্যামেরা থাকবে এবং সেগুলো অন্তত এক মাইল দূর থেকে মানুষের গতিবিধি সনাক্ত করতে সক্ষম।
নির্বাচনী প্রচারের শেষ সময় ছিল সোমবার মধ্যরাত। তবে মঙ্গলবারও কোথাও কোথাও দলীয় কর্মীদের ভোটারদের মধ্যে পার্টি স্লিপ বিতরণ করতে দেখা গেছে বলে জানায় ডন।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় দেশজুড়ে একযোগে ভোট শুরু হবে।শেষ হবে সন্ধ্যা ৬ টায়।প্রায় ১০ কোটি ৬০ লাখ ভোটার ভোট দেবেন।
এই ভোটেই আগামী পাঁচ বছরের জন্য পাকিস্তানের সংসদের ভাগ্য নির্ধারণ হবে। জাতীয় সংসদ ও চারটি প্রদেশের প্রতিনিধি নির্বাচন করবে জনগণ।
ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রায় আট লাখ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এছাড়া, ভোটের দিন ভোটকেন্দ্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আদালতের নির্দেশে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ হওয়ায় তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট হন তার ভাই শাহবাজ নওয়াজ।
তবে দুর্নীতির দায়ে কারাদণ্ড পাওয়া নওয়াজের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেলেও নির্বাচনে দলের কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করতে দণ্ড মাথায় নিয়েই তিনি এ মাসের শুরুর দিকে লন্ডন থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ইসলামাবাদের আদিয়ালা কারাগারে আছেন।
শাহবাজের নেতৃত্বেই পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে পিএমএল-এন। যদিও শাহবাজসহ দলটির প্রভাবশালী অধিকাংশ নেতার বিরুদ্ধেই দুর্নীতির তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুর (এনএবি)।
নির্বাচনী দৌড়ে শাহবাজের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)এবং ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দুই দলই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চূড়ান্ত প্রচারণা চালানোর পাশাপাশি নিজেদের শক্তি জানান দিয়েছে।
তবে পিএমএল-এন এর সঙ্গে সেনাবাহিনীর চলমান বৈরিতার কারণে জনমত ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষে যেতে পারে বলে ধারণা অনেক রাজনীতি বিশ্লেষকের।
যদিও ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীমূলক বইতে তার চারিত্রিক বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। পিটিআই নেতাদের দাবি,ইমরানের সম্মানহানি করতে পিএমএল-এন অর্থের বিনিময়ে রেহামকে দিয়ে ওই বই লিখিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারিও (২৯) নির্বাচনে অংশ নিচ্ছেন। পারিবারিক ইতিহাস এবং বেনজিরের হত্যাকাণ্ডের কারণে জনগণের সহমর্মিতা ও সমর্থন তার পক্ষে আছে।
সবগুলো জনমত জরিপই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। এমন কী জোট সরকার গঠন করতেও হতে পারে। সেক্ষেত্রে বিলওয়ালের ছোট্ট দলই সব হিসাব পাল্টে দিতে পারে। বিডিনিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়