শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাওসে বাঁধ ভেঙে শতশত লোক নিখোঁজ

নূর মাজিদ : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসে একটি বাঁধ ধ্বসে শত শত লোক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে কয়েক ডজন মানুষ নিহত হন। এছাড়াও, নিখোঁজদের অধিকাংশই সম্ভাব্য নিহতের তালিকায় যোগ হবেন, বলেই আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় জেপিন-জে নাম-নয় নামের একটি নির্মীয়মাণ বাঁধ ভেঙ্গে গেলে এমন দুর্ঘটনা ঘটে। এতে প্রবল স্রােতে ভেসে গেছে হাজারো ঘরবাড়ি এবং বিস্তীর্ণ এলাকা অকস্মাৎ প্লাবিত হয়ে পড়েছে। প্লাবিত অঞ্চলের গ্রামগুলিতে উদ্ধার তৎপরতা চালাতে সেনা ও বিমান বাহিনীকে মোতেয়ন করা হয়েছে। তারা দ্রুতগামী স্পীডবোট এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারতৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় কতৃপক্ষ জানায়, নির্মীয়মাণ ঐ বাঁধের দেয়ালের পেছনে ৫০০ কোটি কিউবিক মিটার পানি আটকে রাখা ছিলো। বিশেষ করে, এই সময় মেকং নদীর অববাহিকা অঞ্চল যেমন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং থাইল্যান্ডে প্রচুর বৃষ্টিপাতের বিপুল পরিমাণ পানি বাঁধটির দেয়ালে চাপ সৃষ্টি করে। লাওস মেকং অববাহিকার সবচাইতে নিম্নাচল বলেই পরিচিত।

জেপিন-জে নাম-নয় লাওস সরকার এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সোমবার ঐ কেন্দ্রেরই মূল বাঁধের দেয়াল ধ্বসে পড়ে। ২০১৩ সালে এই জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধের নির্মাণকাজ শুরু হয় যা ২০১৯ সালে উদ্বোধন হবার কথা। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়