শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি সরকারের মাঝে হিটলারের প্রেত্মাত্মা ভর করেছে: এরদোগান

শেখ নাঈমা জাবীণ: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইসরাইলের শুধুমাত্র ইহুদিহাতের শাসনক্ষমতা রাখা সংক্রান্ত আইনের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার আঙ্কারায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে এই আইনকে সমালোচনা করে তিনি বলেন, এমন আইনের পাসের মাধ্যমে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় ফ্যাসিবাদী ও বর্ণবাদী রাষ্ট্র। এসময় তিনি, ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতা এবং কর্মকর্তাদের মাঝে হিটলারের ভুত সওয়ার হয়েছে বলেই মন্তব্য করেন।

এই সমাবেশে তিনি ইসরায়েলের ইহুদিবাদ, ফ্যাসিবাদ এবং বর্ণবাদকে তিনি নাৎসি ফ্যাসিজমের আধুনিক সংস্করণ বলে সমালোচনা করেন। তিনি বলেন, হিটলারের বিশ্বাসের সাথে আধুনিক ইহুদিবাদের জাতিগত শুদ্ধতা এবং বৈষম্যের ধারনায় কোন পার্থক্য নেই। সমগ্র বিশ্বকে শাসন করবার হিটলারের যে আকাঙ্খা ছিলো তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ইসরায়েলি সরকারের মাঝে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এরদোগানের সমালোচনার প্রতিবাদে বলেন, তুরস্ক অন্ধকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। আর তিনি আমাদের গণতন্ত্রএর সবক শেখাতে আসছেন। বিষয়টি আসলেই হাস্যকর।
এসময় নেতিনিয়াহু আরো বলেন, এরদোগান মিসরীয়দের এবং কুর্দিদের নির্বিচারে নিধন করেছে এবং হাজার হাজার নাগরিককে বন্দী করেছে। এরদোগানের নেতৃত্বে তুরস্ক অন্ধকার একনায়কতন্ত্রের দেশে পরিণত হয়েছে, যেখানে ইসরাইল আইন পাশের দেশের সব নাগরিকের সমান অধিকারকে নিশ্চিত করেছে। সূত্র: ইয়ন নিইজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়