শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার উন্নয়নে ডিসিদের কাছে সহায়তা চেয়েছেন শিক্ষামন্ত্রী

তরিকুল ইসলাম সুমন: আমাদের পরীক্ষা গ্রহণ,বই বিতরণ, বিভিন্ন পাবলিক পরীক্ষা, শিক্ষক নিয়োগসহ শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসকদের কাছে আরো সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার রাতে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, এখানে সরকারে কে আসবে না আসবে নির্ধারিত হবে হয়তো ডিসেম্বর মাসের দিকে হয়তো নির্বাচন হবে। কিন্তু জানুয়ারি মাসে যাতে বই পেতেই পারে, তার জন্য আমরা ইতোমধ্যে বই ছাপা শুরু করে দিয়েছি, পাঠানোও শুরু করে দিয়েছি। এই বইগুলো যেন তারা রাখেন এবং ঠিকমতো ব্যবস্থা নেন সেটার জন্য আহ্বান জানানো হয়েছে। সরকার কী অবস্থায় থাকবে, কিন্তু বই ঠিক থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতোমধ্যে আমরা বই পাঠানো শুরু করে দিয়েছি।

জেলা প্রশাসকদের মধ্যে অনেকে জানিয়েছেন শিক্ষক কম, রিক্রটমেন্টের সমস্যা, কিছু আছে সরকারি সেগুলো পিএসসি থেকে করা হয়, কিছু আছে আমাদের এখানে দেরি হয়ে গেলো আমাদের যে এনটিআরসিএ’র মাধ্যমে, আবার আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে সেগুলো সম্পূর্ণ করা-এগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

শিক্ষকের সংখ্যায় স্বল্পতা আছে, সংখ্যা বৃদ্ধির বা আমাদের শূন্য পদ পূরণের জন্য আমাদের যে সব জায়গায় প্রয়োজন সেগুলোর ব্যাপারে কাজ করছি, সেগুলো তাদের অবহিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, নদী ভাঙন হওয়াঞ্চল এগুলোর বিষয়ে আমরা যেসব ব্যবস্থা নিয়েছি, সেগুলো তারা জানতে চেয়েছেন, আমরা বলেছি যে সব কাজ করা হয়েছে। কোন বিষয় আমাদের দ্বিমত হয় নাই, যেগুলো সাজেশন দিয়েছেন সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি যাতে কাজে লাগাতে পারি।

সেজন্য আগামী পরীক্ষা যেন ভালভাবে নিতে পারি সেজন্য সবাইকে বলেছি প্রস্তুতি নিতে, বইও যেন সময়মতো পেতে পারে, সেই সময় গভমেন্ট যেই থাকুক, নির্বাচনে যেই আসুক, জানুয়ারি মাসের ১ তারিখে ছেলেমেয়েরা বই পায়, সে প্রস্তুতি নেওয়া শুরু করেছি, চার দিন আগ থেকে আমরা এবার বই পাঠানো শুরু করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়