শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭১ হাজার ৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট অধিবেশন চলছে যুক্তরাষ্ট্রে

নূর মাজিদ : সোমবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট অধিবেশন। এই অধিবেশনে মার্কিন কংগ্রেস সদস্যরা প্রতিরক্ষাখাতের নানা প্রকল্পে বরাদ্দ দেয়ার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেবেন। ২০১৯ সালের জন্য প্রতিরক্ষা খাতের প্রস্তাবিত এই বাজেটের আকার ৭১ হাজার ৭০০ কোটি ডলার। যা বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলির সমন্বিত প্রতিরক্ষা বাজেটের চাইতেও বহুগুণ বেশী। তবে পেন্টাগণ এবং কংগ্রেসের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এবারের বাজেটে নতুন প্রজন্মের বিমান, রণতরী এবং সাবমেরিন কেনার জন্য অধিক অর্থ বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং তাদের বেতন-ভাতা বৃদ্ধি করার মতো ইস্যুও এই অধিবেশনের আলোচনাসূচিতে রয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুসারে, ২৫ হাজার নতুন সেনা রিক্রুট, ১০টি নতুন যুদ্ধ জাহাজ, ৭৭ টি নতুন এফ-৩৫ লড়াকু জেট, ২৪ টি নতুন এফ/এ-১৮ সুপার হর্নেট কেনাকে প্রাথমিকভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জানান, আমরা কালকের চিন্তা দিয়ে আগামী দিনের লড়াইয়ে জয়ী হতে পারবনা। বাজেট উপাস্থাপনকালে কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে দেয়া তার ভাষণে ম্যাটিস বলেন, আমাদের জাতির স্থপতি জর্জ ওয়াশিংটন বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি নেবার মাঝেই শান্তির সম্ভাবনা নিহিত।এসময় জয়েন্ট চীফ অব স্টাফ জোসেফ ডানফোর্ড বলেন, আমি নিশ্চিত আমরা যেকোন পরমাণু হামলা প্রতিহত করতে সক্ষম তবে আমাদের অবশ্যই আগামী দিনের জন্যও প্রস্তুতি রাখতে হবে। ডিফেন্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়