শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৪:২৩ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রয় বন্ধ করবেন না- কংগ্রসকে ম্যাটিস

নূর মাজিদ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির আইনপ্রনেতাদের তুরস্কের কাছে সর্বাধুনিক এফ-৩৫ লড়াকু বিমান বিক্রয় বন্ধ করবার সিদ্ধান্ত না নেবার আহ্বান জানিয়েছেন। বর্তমানে মার্কিন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের আগামী বছরের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা চলছে। আর এই অধিবেশনই নির্ধারিত হবার কথা তুরস্কের কাছে ১০০ এফ-৩৫ বিক্রয়ের বিষয়টি।

মার্কিন কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে জিম ম্যাটিস জানান, তুরস্ক এফ-৩৫ প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই বিমানের অনেক গুরুত্বপূর্ণ কলকব্জা চুক্তি অনুযায়ী তুরস্কেই তৈরি করা হয়। কিন্তু, কংগ্রেস যদি তুরস্কের কাছে ভবিষ্যতে এফ-৩৫ বিক্রয় বন্ধের সিদ্ধান্ত নেন, তাতে করে এফ-৩৫ এর দাম বৃদ্ধি পাবে। বিশেষত, এমন পদক্ষেপের ফলে তুরস্ক এই প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। এতে এই সমস্ত গুরুত্বপূর্ণ কলকব্জা উৎপাদনে নতুন অবকাঠামো ও উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবেই যা ইতোমধ্যেই অত্যন্ত ব্যয়বহুল এফ-৩৫ বিমানের মূল্য আরো বৃদ্ধি করবে।

এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদের এফ-৩৫ কেনার বিষয়টিকেও প্রভাবিত করবে বলে জানান ম্যাটিস। বিশেষ করে, যখন বর্তমান বিশ্বে অনেক দেশের সরকারই প্রতিরক্ষা খাত এবং অর্থনীতির সামঞ্জস্য আনার চেষ্টা করছে, তখন বাড়তি ব্যয় বৃদ্ধি তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে।

তবে, সর্বশেষ পাওয়া খবরে বলা হয়, মার্কিন আইনপ্রনেতারা রাশিয়ার কাছে থেকে তুরস্কের এস-৪০০ কেনার সিদ্ধান্তকে এফ-৩৫ বিমান বিক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবেই বিসেচনা করছেন। তারা নতুন করে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক মূল্যায়নের আগে পর্যন্ত দেশটির হাতে এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরে নারাজ। ডিফেন্স নিউজ /দ্য হিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়