শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৩:০৯ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের দুই আইএসএস সদস্যকে আমেরিকায় ফাঁসির অনুমোদন দেওয়ায় বিতন্ডা

কায়কোবাদ মিলন: যুক্তরাজ্যের নাগরিক সন্দেহভাজন দুই আইএসএস সদস্যকে ফাঁসি দিতে অনাপত্তির কথা জানানোর পর বৃটেন জুড়ে সমালোচনার ঝড় উঠেছে । যুক্তরাষ্ট্র এই ফাঁসি কার্যকর করবে । বৃটেন জুড়ে সমালোচনার পাশাপাশি সেখানকার মানবাধিকার সংগঠণগুলোও এই ফাঁসি কার্যকরের বিরুদ্ধে সোচ্চার । বৃটেনের মানবাধিকার সংগঠনগুলোর যুক্তি,৫৩ বছর ধরে যুক্তরাজ্যে যেখানে মৃত্যুদ- বন্ধ , সেখানে তারা কি করে নিজ দেশের নাগরিকদের আমেরিকার জল্লাদের হাতে ছেড়ে দিচ্ছে ।
যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস সোমবার সংসদে বলেন , ফাঁসির ব্যাপারে তারা যে আপত্তি দিয়ে রেখেছিলেন ,তা তারা প্রত্যাহার করে নিয়েছেন । যে দুই বৃটিশ নাগরিকের ফাসিঁ হচ্ছে তারা হলেন,আলেকজা-া কোটেও ও শাফি আল শেখ । যুক্তরাজ্যের ওই মন্ত্রীকে তার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের একটি চিঠির ব্যাপারে উত্তর দিতে গিয়ে ্্্উল্লেখিত তথ্য দিতে হয় ।
সাজিদ মার্কিণ এটর্ণি জেনারেলকে চিঠি দিয়ে বলেছেন ফাঁসি দিতে তাদের কোন আপত্তি নেই । কিন্তু সেই চিঠিটি ফাস হয়ে গেলে যুক্তরাজ্য জুড়ে হইচই শুরু হয়ে যায় । উল্লেখ্য ১৯৬৫ সাল থেকে যুক্তরাজ্যে মৃত্যুদ- বন্ধ ।
উল্লেখিত দুই আইএসএসসহ মোট ৪ জন ইরাকে আটক হন । তারা সাংবাদিক জেমস ফলি, সল্টলফসহ ২জন বৃটিশ ত্রাণ কর্মীর কথিত হত্যাকারি । এদিকে মানবাধিকার কর্মীরা বলেছেন সরকারকে বুঝতে হবে, যুক্তরাজ্য মৃত্যদ- আবার চালু করেনি ।
এদিকে বিরোধী দল লেবার পার্টির এমপিরাও মৃত্যুদ-ের ঘোর বিরোধী । নিহত সাংবাদিকের মা ডায়ানে ফলি আগে বলেছিলেন, তার ছেলের ঘাতক হলেও তিনি মৃত্যদ-ের বিরোধী । এখন তিনি বলছেন, তার ছেলের ঘাতক আমৃত্যু জেলে পচুক সেটাই তিনি দেখতে চান । আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়