শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ ও পুষ্টি সম্পন্ন খাদ্য নিশ্চিত করাই সরকারের চ্যালেঞ্জ : ড. আব্দুর রাজ্জাক

আহমেদ জাফর : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের চ্যালেঞ্জ হলো দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পন্ন খাবার নিশ্চিত করা।

মঙ্গলবার (২৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আইইবির মিলনায়তনে কৃষিকৌশল বিভাগ আয়োজিত ,বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কৌশল, চ‍্যালেঞ্জ এবং পলিসির ইসু‍্য অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন কৃষি বান্ধব , কৃষক কে ভালবাসেন। কৃষি ভিত্তির ওপর নির্ভর করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তার ভাবনা থেকে সর্বোচ্চ সুব্যবস্থা নিয়েছেন কৃষক দের জন্য। আর জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এটা আমাদের ইশতেহার অন্তর্ভুক্ত ছিল সেটা আমরা পরিপূর্ণ করতে পেরেছি। বাংলা দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জনগণের খাদ্য ধর্ষণের জন্য একসময় আমরা খাদ্যে ঝুলি নিয়ে দেশ থেকে বিদেশে ধরে তবে এখন খাদ্যে সম্পন্ন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষি উপরই নির্ভর করে অর্থনীতি, সামাজিক উন্নয়ন, দেশের রাজনীতি ,একটি দেশের অর্থনীতির মূল কাঠামোর ভিত্তি হলো কৃষি। কৃষি কে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সকল ভাবনা ছিল সরকার গঠনের আগে থেকেই।

রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়াররা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাঁরা কৃষি যন্ত্রপাতি দারুন ঘটিয়ে সহজেই নিজেকে আরও গতিশীল করতে পারে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকৌশলী আবদুস সবুর বলেন, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করে জাতিসংঘ ঘোষিত লক্ষ্যেমাত্রা (এসডিজি) অর্জনে বতমান সরকার বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তন জনিত নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা মোকাবেলা করে এসডিজির লক্ষ্য মাত্রা পূরণে কৃষকরা এ যন্ত্রপাতি ব্যবহার করে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি যন্ত্রপাতি গুরুত্ব আরোপ করে একটি রোড ম‍্যাপ করেছে,২০২১,২০৩১, ২০৪১ যাতে স্বল্প,মধ্যম, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গৃহীত আছে। বিদ‍্যামান সকল প্রতিবন্ধকতা দূর করে ,আধুনিক সাশ্রয়ী দাম এবং লাভজনক কৃষি ব‍্যাবস্থা প্রবর্তন করে রোডম্যাপ টি বাস্তবায়নে ভূমিকা রাখবে। বর্তমান সরকার কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করেছে। কৃষি কে এগিয়ে নিতে সরকার কৃষি যন্ত্রপাতি ক্ষেত্রে ৫০-৭০শতাংশ ভর্তুকি প্রদান করেছে। এতে করে কৃষকদের মাঝে যন্ত্রপাতি ক্রয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

প্রকৌশলী কৃষি বিভাগের চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ড.প্রকৌশলী মঞ্জুর আলম, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড.আব্দুল গনি ,এসময় আরো উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার এ কে আজাদ, আব্দুল মতিন, আইইবির সাধারণ সম্পাদক, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোঃ নূরুজ্জামান, প্রকৌশলী মামুনুর রশিদ, প্রকৌশলী মো.শফিকুল ইসলাম শেখ (শফিক) প্রকৌশলী আব্দুল ওয়াহিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়