শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র বন্ধে রংপুর বিভাগে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে : নসরুল হামিদ

স্বপ্না চক্রবর্তী : বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় রংপুর বিভাগে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই সংকট মোকাবেলা তিনি জনগণকে সাথে নিয়ে জেলাপ্রশাসকদের কাজ করার অনুরোধ করেন।

মঙ্গলবার মন্ত্রীপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেলাপ্রশাসকদের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করে রাষ্ট্রের উন্নয়নে অপরিসীম অবদান রাখার সুযোগ রয়েছে। প্রতিটি জেলায় আধুনিক সুযোগ-সুবিধা রেখে পরিকল্পনা মাফিক এগুলো পরিচ্ছন্ন নগরী ও দেশ গড়া সম্ভব। জমি অধিগ্রহণের ক্ষেত্রেও ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ কে অগ্রাধিকার দেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি-বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে নজর দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সোলার পার্ক করতে ২০০০ একর খাস জমি প্রয়োজন। এসময় তিনি বকেয়া বিল আদায় ও হয়রানিমুক্ত বিদ্যুৎ সংযোগ দিতে জেলা প্রশাসকদের সুদৃষ্টি আশা করেন।

আলোচনা কালে প্রতিমন্ত্রী থ্রী-হুইলার গাড়িগুলোর চার্জিং যেন বৈধভাবে হয় সে দিকে জেলা প্রশাসকদের দৃষ্টি দিতে অনুরোধ করে বলেন, ইলেকট্রিক ভিহাইকেল চালু হলে দেশে ২ বিলিয়ন ডলারের জ্বালানি সাশ্রয় হবে। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডঃ তৌফিক-ই-ইলাহী বীর বিক্রম হিউম্যান ইন্টিলিজেন্স গড়ে তোলে দেশের সম্পদ রক্ষার আহবান জানান।

এ সময় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়