শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কাতারের আমীরের বৈঠক ভ-ুলে ভাড়া করা বিক্ষোভকারি চেয়ে বিজ্ঞাপন

কায়কোবাদ মিলন: কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ডাউনিং স্ট্রীটে সাক্ষাৎকালে ভাড়া করা লোক এনে বিক্ষোভ সমাবেশ করার জন্য বৃটেনে বিজ্ঞাপন দেয়া হয়েছিল । ফেসবুক, টুইটারসহ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বলা হয় মাত্র দেড় ঘন্টার জন্য লোক নেয়া হবে এবং জনপ্রতি ২৫ ডলার দেয়া হবে । মংগলবার এই বৈঠক হওয়ার কথা ।
লোক ভাড়া করা প্রতিষ্ঠান এক্সট্রা পিপল ই মেইলে বলে, এটি সিনেমার কোন সুটিং নয় । প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের স্থান বিক্ষোভকারি হিসেবে ভরাট করার জন্যই এই আয়োজন । ভাড়ার কাজে নিয়োজিত বৃটিশ কোম্পানিটি জানায় ,নেপচুন পি আর কোম্পানি এ ব্যাপারে তাদের সাথে চুক্তি করেছিল । পরে অবশ্য কোম্পানিটি জানায় , তাদের উর্ধতন কর্মকর্তাদের না জানিয়ে তাদেরই এক কর্মী চুক্তিটি করেছিল । পরে এটি বাতিল করা হয় । কোস্পানিটি পরবর্তীতে জানায়, বর্ণবাদী জাতীয় কোন সমাবেশে তারা কোন লোক দেননা ।
তবে টুইটার ব্যবহারকারি মারওয়ান কাবলান নামে একজন বলেছেন, বিক্ষোভে অংশগ্রহণকারিদের কয়েকজন তাদের টাকা নিয়ে গেছে ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কাতার বিরোধি এই বিক্ষোভ সমাবেশের পরিণতি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ।
উল্লেখ্য কাতারের বিরুদ্ধে ৪ দেশের অবরোধের পর সে দেশের শীর্ষ শাসনকর্তা বৃটেনে আসছেন । সৈীদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্র পথে অবরোধ আরোপ করেছে । এমনকি তারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে । চার দেশ চায় কাতার ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নত করুক এবং আঞ্চলিক রাজনীতির স্বার্থে ইরানের সাথে সাথে সম্পর্ক ছেদ করুক । কাতারের আমীর দেশের মর্যাদা ও সার্বভেীমত্বের প্রশ্নে কোন আপোষ করতে রাজি নন । আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়