শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্লীলতাহানির অভিযোগে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটারের তদন্তে নামছে পুলিশ

স্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ যাচ্ছে টিম শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হারিয়ে হোয়াইটওয়াশের তেতো স্বাদ দিয়েছে লঙ্কান ক্রিকেটাররা। তবে এরই মাঝে ‘কলঙ্কের’ কালো ছায়া ঢেকে দিলো শ্রীলঙ্কা শিবিরকে। আর তারই জের ধরে লঙ্কান ওপেনিং ব্যাটসম্যান দানুসকা গুনাথিলাকার হোটেল কক্ষে সংঘটিত ধর্ষণের ঘটনার তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ।

যদিও ওই ব্যাটসম্যানের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ নেই। তারপরও শ্রীলঙ্কান পুলিশ নিশ্চিত করেছে, টিম হোটেলে গত ২১ জুলাই রাতে শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

রোববার লঙ্কান ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই গুনাথিলাকাকে নিষিদ্ধ করা হয়েছে। এই ঘটনার তদন্ত করবে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ গুনাথিলাকার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তার অংশ নেয়া টেস্টের ম্যাচ ফি’ও স্থগিত রাখা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, গত বছর অক্টোবরেও আরেকটি শৃঙ্খলা বিরোধী কর্মকা-ের কারণে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, গুনাথিলাকার বিরুদ্ধে পুলিশের কাছে নরওয়ের এক নারী এ অভিযোগ করেন। এই ঘটনায় গুনাথিলাকার পরিচিত সন্দেহভাজন একজন ব্রিটিশ নাগরিককে আটকও করা হয়েছে। নরওয়ের ওই নারী পর্যটকের দাবি, গুনাথিলাকার এক বন্ধু তার কলম্বোর হোটেল কক্ষে তার সামনেই ধর্ষণ করেছেন। ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বংশোদ্ভূত ওই ২৬ বছর বয়সি ‘বন্ধুকে’ পুলিশ আটক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়