Skip to main content

২০১৯ সালে বাড়বে হোটেল ও বিমান ভাড়া

আসিফুজ্জামান পৃথিল: শক্তিশালী বৈশ্বিক অর্থনীতি এবং তেলের মূল্যবৃদ্ধির কারণে ২০১৯ সালে বৃদ্ধি পাবে আকাশপথে পরিবহণের ভাড়া। একই সাথে বৃদ্ধি পেতে পারে হোটেলে থাকার খরচও। ভ্রমণ এবং অবকাশ খাতের এক পূর্বঘোষণায় এই শঙ্কা ব্যক্ত করা হয়েছে। তবে এও বলা হয়েছে বাণিজ্য যুদ্ধের শঙ্কায় পুরো খাতই ক্ষতিগ্রস্থ হতে পারে। ঘোষণা অনুযায়ী বিমানের ভাড়া বৃদ্ধি পেতে পারে ২.৬ শতাংশ আর হোটেলের খরচ বৃদ্ধি পেতে পারে ৩.৭ শতাংশ। এই দুই ধরণের ভাড়া কিছু দেশে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, নরওয়ে, জার্মানি এবং চিলি। মঙ্গলবার ভাড়া সংক্রান্ত এই ঘোষণাটি দেয় কার্লসন ওয়েলিংটন ট্রাভেল এবং গ্লোবাল বিজনেস ট্রাভেল অ্যাসোসিয়েশন। ঘোষণাটি দেবার সময় কার্লসন ওয়েলিংটন ট্রাভেল এর ভাইস প্রেসিডেন্ট মাইকেল ভালকেভিচ বলেন, ‘যদি এশিয়া প্রশান্ত মহামাগরীয় অঞ্চলের কথা বলতে হয় আমি বলবো ৩-৪ বছর আগে এখানে ভাড়া কম ছিলো। কিন্তু এই পরিস্থিতি আর থাকবেনা। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অঞ্চলেও এবার অবসর বিনোদনের খরচ বৃদ্ধি পাবে।’ রয়টার্স

অন্যান্য সংবাদ